ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারনেটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন

প্রকাশিত: ১২:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ইন্টারনেটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন

রাশিয়া থেকে বহির্বিশ্বে সাইবার হামলা এবং অনলাইনে বিভিন্নভাবে অবৈধ হস্তক্ষেপ ও উস্কানিমূলক কর্মকা-ের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে ন্যাটো ও তাদের মিত্ররা। এরই প্রেক্ষাপটে বিদেশী শক্তিগুলো কখনও যদি রাশিয়াকে ইন্টারনেটে বিচ্ছিন্ন করে ফেলার উদ্যোগ নেয়, সেই পরিস্থিতিতেও রুশ আইএসপিগুলো যেন সচল থাকতে পারে, সেই প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে ‘ডিজিটাল ইকোনমি ন্যাশনাল প্রোগ্রাম’ নামের ওই খসড়া আইনে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনার পথ তৈরি করতে গত বছরই একটি আইনের খসড়া রাশিয়ার পার্লামেন্টে তোলা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিলের আগেই ওই পরীক্ষা চালানো হতে পারে। সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ইন্টারনেটে সাময়িকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার মহড়া দেয়ার পরিকল্পনা করছে রাশিয়া। সূত্র : ইন্টারনেট
×