ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিনা আইসক্রিম খেয়ে ৫ শিশু অসুস্থ

প্রকাশিত: ০৯:০৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মিনা আইসক্রিম খেয়ে ৫ শিশু অসুস্থ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে মিনা স্পাইডারম্যান আইসক্রিম শিশুদের কাছে লোভনীয় হওয়ায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্কুলগামী কোমলমতি শিশুরা তা কুড়িয়ে খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার শ্রীনগর-কুকুটিয়া-লৌহজং পাকা রাস্তার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া ব্রিজের পাশে বস্তাবন্দী ও খোলা অবস্থায় আইসক্রিমের একাধিক স্তূপ রয়েছে। এ আইসক্রিম খেয়ে আপন (৮), বৈশাখী (৭), রিমন (৯), বাধন (৭) ও সিয়াম (৮) নামে ৫ জন শিশু অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দা মোঃ সাজন। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়নের প্রধান রাস্তাটির ব্রিজের পাশে বস্তাবন্দী একাধিক আইসক্রিমের স্তূপ রয়েছে। আইসক্রিম গলে গেলেও তরল অবস্থায় পলিথিনের প্যাকেটগুলো এখনো অক্ষত অবস্থায় আছে। কয়েকজন শিশুকে ওই আইসক্রিম খেতে ও নিয়ে যেতে দেখা গেছে। জানতে চাইলে তারা বলেন, এগুলো ফ্রিজে রেখে দিলে আবার ঠিক হয়ে যাবে। তখন খাওয়া যাবে। এ সময় লক্ষ্য করা গেছে প্যাকেটের গায়ে লিখা রয়েছে প্রস্তুতকারক : মিনা ফুড এন্ড আইসক্রিম ফ্যাক্টরি, ঠিকানা: বড় বেজগাঁও, লৌহজং, মুন্সীগঞ্জ। প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের কোন দিন তারিখ লেখা নেই। যোগাযোগ করার জন্য কোন টেলিফোন নম্বর নেই। স্থানীয়রা বলেন, রাতের আঁধারে এভাবে আইসক্রিম ফেলে যাওয়াটা ঠিক হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এনে মানহীন ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
×