ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাত

প্রকাশিত: ০৯:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খবংপুড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলা সদরের খবংপুড়িয়া গ্রামের ইয়ংস্টার ক্লাবের সামনে ভাড়া দোকানের একটিতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে পাশের মুদি দোকানে রাত্রীযাপন করা স্বামী-স্ত্রীসহ ৭ জন দগ্ধ হন। তারা হলেন ভুবন বিকাশ চাকমা (৫০), আব্দুল হামিদ (২৩), মোঃ জমির (২২), মাহমুদ উল্লা, নিউটন চাকমা, মহিরঞ্জন চাকমা (স্বামী) ও মিনতি চাকমা (স্ত্রী)। এর মধ্যে প্রথম চারজনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। বাঙালী ৩ জনের বাড়িই চট্টগ্রামের হাটহাজারীতে বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় দোকানঘরের ওয়াল ভেঙ্গে যায়। ইয়ংস্টার ক্লাবের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দগ্ধদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যালে রেফার করা হয়েছে। অপর ৩ জনের চিকিৎসা দেয়া হচ্ছে। সৈয়দপুরে রেলওয়ের সম্পত্তি উদ্ধার সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৯ ফেব্রুয়ারি ॥ অভিযান চালিয়ে রেলওয়ের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার শহরের ৮নং ওয়ার্ডের পুরাতন বাবুপাড়ার এলাকায় এ অভিযান চালানো হয়। জানা গেছে, রেলওয়ের হিসাব বিভাগ পার্বতিপুরের অডিট কর্মকর্তা আঃ রাজ্জাক চাকরি সূত্রে রেলওয়ের ৪৫৫নং কোয়ার্টারে বসবাস করেন। সেই কোয়ার্টার সংলগ্ন খোলা জায়গাগুলো তিনি মোটা অংকের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের কাছে বিক্রি করে দেন। সেখানে সারিবদ্ধভাবে ১২টি পাকাঘর নির্মাণ করে বাজার তৈরি করে ভাড়ায় ব্যবসার পরিকল্পনা করেছিলেন তারা।
×