ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চালের এটিএম মেশিন

প্রকাশিত: ০৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯

চালের এটিএম মেশিন

গরিবদের করে দেয়া হয়েছে কার্ড। এটিএমের মতো একটি মেশিনে ওই কার্ড প্রবেশ করালেই মিলবে দুই কেজি চাল। প্রতিদিন একবার করে ওই কার্ড ব্যবহার করা যাবে। কুয়ালালামপুরের একটি মসজিদে অভাবগ্রস্তদের জন্য ওই উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি সেখানে বিশেষ একটি এটিএম মেশিন বসানো হয়, যার মাধ্যমে অভাবগ্রস্তরা পাবেন একদিনের চাহিদার পরিমাণ চাল। তারা প্রতিদিন একবার করে কার্ড ‘পাঞ্চ’ করলেই এটিএম বুথের নিচ দিয়ে বের হবে চাল। চ্যানেল নিউজ এশিয়া। বিশ্বের সবচেয়ে বড় জাম্বুরা বিশ্বের সবচেয়ে বড় জাম্বুরা ফলিয়ে আলোচনায় এসেছেন এক মার্কিন দম্পতি। ডাউ মেয়ার ও মারিবেথ দম্পতির বাগানে পাক্কা ৭ পাউন্ড ওজনের একটি জাম্বুরা ফলেছে। খবরে বলা হয়েছে, এতবড় জাম্বুরার খবর আর শোনা যায়নি। গিনেজ বুক কর্তৃপক্ষ এই জাম্বুরাটিকে বিশ্বের সবচেয়ে বড় জাম্বুরার স্বীকৃতি দিয়েছে। ডাউ মেয়ার বলেন, আমি দীর্ঘদিন থেকে এই জাম্বুরা গাছটির পরিচর্যা করেছি। তবে এতবড় জাম্বুরা ফলবে বিশ্বাস করিনি। -ইউপিআই
×