ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদুরোকে ত্যাগ করুন ॥ সামরিক বাহিনীর প্রতি ট্রাম্প

প্রকাশিত: ০৮:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

মাদুরোকে ত্যাগ করুন ॥ সামরিক বাহিনীর প্রতি ট্রাম্প

ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক বাহিনীর যারা সমর্থন দিচ্ছেন তারা তাদের জীবন ও ভবিষ্যত ঝুঁকিতে ফেলছেন বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ প্রবেশ আনুমোদন করতে বাহিনীটির প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। সোমবার ফ্লোরিডার মিয়ামিতে এক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। সমাবেশে উপস্থিত লোকজনের অধিকাংশই ছিল ভেনিজুয়েলা ও কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী। ট্রাম্প বলেন, ভেনিজুয়েলার সামরিক বাহিনী যদি মাদুরোকে সমর্থন দেয়া অব্যাহত রাখে তাহলে তারা ‘সবকিছু হারাবে’। তিনি বলেন, ‘তোমাদের সামনে কোন নিরাপদ ভবিষ্যত নেই, বের হওয়ার সহজ কোন দরজা নেই এবং কোন পথও নেই। তোমরা সবই হারাবে।’ সোমবার রাতে দেয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ভাষণকে ‘নাৎসি ধরনের’ বলে অভিহিত করেছেন মাদুরো। -ওয়েবসাইট
×