ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলওয়ামার দায় অস্বীকার, আলোচনার আহ্বান ইমরানের

প্রকাশিত: ০৮:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৯

পুলওয়ামার দায় অস্বীকার, আলোচনার আহ্বান ইমরানের

পুলওয়ামা হামলার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি, ইসলামাবাদ যে সন্ত্রাস নিয়েও আলোচনায় রাজি, এবার সে কথাও স্পষ্ট করে দিলেন ইমরান। তবে ভারত আক্রমণ করলে, পাকিস্তানও প্রত্যুত্তর দেবে, দৃঢ় ভাষায় তাও জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। খবর আনন্দবাজারের। যদিও ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে বলা হয়েছে, পুলওয়ামা হামলার পেছনে যে জইশ-ই- মোহাম্মদ জঙ্গীরা রয়েছে, সেটা স্পষ্ট। পুলওয়ামায় পাকিস্তানের মদদপুষ্ট জইশ জঙ্গীরা হামলা চালিয়েছে, প্রাথমিক তদন্তে সেই তথ্যপ্রমাণও উঠে এসেছে। তাই পাকিস্তানের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, ‘ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। এদিন তিনি বলেন, ‘প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেয়া হবে।’ পুলওয়ামায় পাকিস্তানের সম্পৃক্ততা উড়িয়ে দিলেও ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ইমরান।
×