ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা নব্য জেএমবি সদস্যের

প্রকাশিত: ১৩:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ছয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা নব্য জেএমবি সদস্যের

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদের সময় পালাতে গিয়ে রাজধানীর মিন্টো রোডের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ছয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে এক জঙ্গী। তার নাম শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। শুক্রবার রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত জঙ্গী নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে দ্রæত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর চেষ্টার জন্য তার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সূত্র জানায়, বৈদ্যুতিক তারের ওপর বাড়ি খেয়ে নিচে পড়ায় তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এ বিষয়ে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই আসামি রিমান্ডে ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার কথা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে দৌড়ে গিয়ে ছয় তলা থেকে লাফ দেয়। তার বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালানোর চেষ্টার জন্য পুলিশ আইনের ২২৪ ধারায় আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, মিলাদ আব্দুস সালাম ও ফয়জুল্লাহ নামে আরও দুই জঙ্গীর সঙ্গে মিলিত হয়ে জঙ্গী কার্যক্রম ও জঙ্গীবাদী অনলাইনে জঙ্গীবাদী প্রপাগান্ডা প্রচার করত। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন দুর্লভপুর এলাকায়।
×