ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপজেলা নির্বাচনে বিএনপির না আসাটা নির্বুদ্ধিতা ॥ এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ১৩:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

উপজেলা নির্বাচনে বিএনপির না আসাটা নির্বুদ্ধিতা ॥ এলজিআরডি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ॥ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, উপজেলা নির্বাচনে বিএনপির না আসাটা নির্বুদ্ধিতা। দলটির দেশ, জাতি ও মানুষের প্রতি যদি ভালবাসা ও আন্তরিকতা থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ করা উচিত। সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার ও এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ পদস্থ সরকারী কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, নির্বাচনে আসা না আসা বিএনপি’র রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমাদের উদ্যোগের কোন অভাব নেই। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানেও অবদান রাখার সুযোগ থেকে বিএনপি বঞ্চিত হবে। তিনি বলেন, সামরিক শাসনসহ সব প্রতিক‚লতা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য দায়িত্ব পালন করেছেন।
×