ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে আসছে দুটি জার্মান সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশিত: ১১:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশে আসছে দুটি জার্মান সংসদীয় প্রতিনিধি দল

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানতে এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করতে দুই সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন জার্মান ফেডারেল সংসদের ভাইস-প্রেসিডেন্ট ক্লাউডিয়া রুথ। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক একটি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপও বাংলাদেশ সফর করবে। জার্মান ফেডারেল সংসদের নিম্নকক্ষ বুন্দেসতাগে ২০০২ থেকে প্রতিনিধিত্ব করা ক্লাউডিয়া রুথের (এ্যালায়েন্স ৯০/দ্য গ্রিনস) সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ম্যাথিয়াস জিমার (সিডিইউ/সিএসইউ) ও ফ্রিতজফ স্মিত (এ্যালায়েন্স ৯০/দ্য গ্রিনস)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ প্রতিনিধিদলে থাকবেন- গ্রুপের চেয়ারম্যান টুবিয়াস প্লুফগার (দ্য লেফট পার্টি) এবং সংসদ সদস্য গ্যাব্রিয়েল কাটজমারেক (এসপিডি) ও বিটিনা স্টার্ক-ওয়াটজিঙ্গার (এফডিপি)। -ওয়েবসাইট
×