ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরব বিশ্বে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাফার আল হাসান

প্রকাশিত: ১১:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

আরব বিশ্বে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাফার আল হাসান

লেবাননে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রায়া হাফার আল হাসানের। এর মাধ্যমে আরব বিশ্ব পেতে যাচ্ছে প্রথম কোন নারী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ২০০৯-২০১১ মেয়াদে লেবাননের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রায়া আল হাসান ছাড়াও লেবাননের মন্ত্রিপরিষদে ঠাঁই হয়েছে আরও তিন নারীর। এর মাধ্যমে লেবাননের পুরুষ সংখ্যাগরিষ্ঠতা থাকা রাজনৈতিক মঞ্চে বাড়ল নারীর দৃষ্টিগ্রাহ্য উপস্থিতি। খবর ওয়েবসাইটের। লেবাননে গঠিত নতুন সরকারে এবার মোট চার নারীকে মন্ত্রী পদে নিয়োগ দেয়া হবে। এ সংখ্যা লেবাননের ইতিহাসে সর্বোচ্চ। গত সরকারের মাত্র একজন নারী মন্ত্রী পদে ছিলেন। সেই সরকারের নারী বিষয়ক মন্ত্রীও ছিলেন একজন পুরুষ। রায়া মন্তব্য করেছেন, বিশ্বের বহু দেশেই স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পদে নারীরা কাজ করেছেন এবং সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আরব বিশ্বের জন্য এমন পদে কোন নারীর নিয়োগ নতুন ঘটনা হলেও আমি আশা করি, বিশ্বের অন্যান্য স্থানে নারীরা যেমন সফলতা পেয়েছেন এক্ষেত্রে তারই পুনরাবৃত্তি হবে।
×