ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতি বিষয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতি বিষয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের জন্য পর্যাপ্ত কারাকক্ষ ও তাদের প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অন্যদিকে বিচারিক (নিম্ন) আদালতে ২৫ বছরের প্র্যাকটিসরত আইনজীবীরা লিখিত পরীক্ষা নয়, শুধু সাক্ষাতকারের ভিত্তিতে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি প্রদানের জন্য বার কাউন্সিলের বিধান নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে ইতিহাস বিকৃতির অভিযোগে করা রিটের ওপর আজ মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। দাঁড়িয়ে খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের বসতে দিলেন আদালতের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ জে আর খান রবিন। বার কাউন্সিলের বিধান নিয়ে রুল ॥ বিচারিক (নিম্ন) আদালতে ২৫ বছরের প্র্যাকটিসরত আইনজীবীরা লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র সাক্ষাতকারের ভিত্তিতে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি প্রদানের জন্য বার কাউন্সিলের বিধান নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানসহ ৭ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বইয়ে ইতিহাস বিকৃতির মামলা ॥ ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে ইতিহাস বিকৃতির অভিযোগে করা রিটের ওপর আজ মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেছে আদালত। বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। পরে এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে ইতিহাস বিকৃতির বিষয়টি উঠে এসেছে। ঘটনাটি দেশের সবার জন্য এ্যালার্মিং। সাংবাদিকদের কোর্টে বসতে দিলেন বিচারপতি ॥ দাঁড়িয়ে খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের বসতে দিলেন আদালতের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ। একইসঙ্গে ওই বেঞ্চের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমানের কাছে তিনি জানতে চান, সাংবাদিকরা পেছনের দিকে দাঁড়িয়ে থাকে কেন? জবাবে ডেপুটি এ্যাটর্নি জেনারেল জানান, সাংবাদিকরা চাইলে পেছনের দিকে বসতে পারেন।
×