ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলিনার কোচিংয়ে মানারাত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৯:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 এলিনার কোচিংয়ে মানারাত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের এক নম্বর মহিলা শাটলার এলিনা সুলতানা। ব্যাডমিন্টন খেলার পাশাপাশি তিনি টুকটাক কোচিংও করান। এই যেমন তার অধীনে কোচিং করে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে। এলিনা বলেন, ‘আমার কোচিংয়ে মানারাত স্কুল চ্যাম্পিয়ন হয়েছে বলে খুব ভাল লাগছে। এই দলের খেলোয়াড়রা খুবই প্রতিভাবান।’ মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল তাদের ক্যাম্পাসে আয়োজন করেছিল এই প্রতিযোগিতার। এতে মানারাত স্কুল চারটি ইভেন্টের মধ্যে দুটিতে প্রথম ও একটিতে দ্বিতীয় হয়। দু’দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল , ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং ওয়ার্ল্ড ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। টুর্নামেন্টে সিনিয়র সিঙ্গেলসে সাকুরা তাকাহাশি (এমডিআইএস) চ্যাম্পিয়ন, মাহিয়া সাহ্রিন (সিআইএস) রানারআপ, সিনিয়র ডাবলসে সাকুরা তাকাহাশি এবং সুমাইতা যাহিন (এমডিআইএস) জুটি চ্যাম্পিয়ন, নাহিয়াত আক্তার ও নাবিলাহ্ নাওয়ার (সিআইএস) জুটি রানার্সআপ; জুনিয়র সিঙ্গেলসে সৈয়দা আরিয়ানা রহমান (বিআইএস) চ্যাম্পিয়ন, যারিন তাওসিন (এমডিআইএস) রানারআপ, জুনিয়র ডাবলসে সৈয়দা আরিয়ানা রহমান এবং সাইমা কবির (বিআইএস) জুটি চ্যাম্পিয়ন, যারিন তাওসিন এবং যুহায়রাহ্ বশির (এমডিআইএস) জুটি রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় হয় সিনিয়র বিভাগে মানারাতের সাকুরা তাকাহাশি (জাপানী বংশোদ্ভূত বাংলাদেশী) এবং জুনিয়র বিভাগে সৈয়দা আরিয়ানা রহমান।
×