ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় চাপে বাংলাদেশের যুবারা

প্রকাশিত: ০৯:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 ব্যাটিং ব্যর্থতায় চাপে বাংলাদেশের যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম যুব টেস্টে সফরকারী ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় যুব টেস্টে নিয়ন্ত্রণ সফরকারী ইংলিশ যুবাদের কব্জায়। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৩৪ রান করেছে বাংলাদেশের যুবারা। আজ শেষদিনে এখনও ২৯৯ রান প্রয়োজন জয়ের জন্য। প্রথম ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতার কারণেই এই চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৩৭ রানের জবাবে দ্বিতীয়দিন শেষে বাংলাদেশের যুবারা তুলেছিল ৬ উইকেটে ১৯৪ রান। তৃতীয়দিন সেখান থেকে আর বেশিদূর যেতে পারেনি তারা। ৩৪ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে বসে। ৬২ রান নিয়ে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় আর মাত্র ১২ রান করতেই সাজঘরে ফিরেছেন। তিনি ২১৬ বলে মাত্র ৪টি চারে ৭৪ রান করেন। তার বিদায়ের পর শেষ পর্যন্ত ২২৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ যুবাদের প্রথম ইনিংস। দুই ডানহাতি পেসার ক্যাসি আলড্রিজ ও জর্জ ব্যাল্ডারসন ধস নামান। ক্যাসি ৪৪ রানে ৪টি ও ব্যাল্ডারসন ৪০ রানে ৩টি উইকেট শিকার করেন। ১০৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামলেও শুরুতে ইংলিশরা ধাক্কা খেয়েছিল ৩৬ রানে ২ উইকেট হারিয়ে। আসাদুল্লাহ গালিব ভয়ঙ্কর হয়ে ওঠেন। কিন্তু তৃতীয় উইকেটে জেমি স্মিথের সঙ্গে অধিনায়ক টম ল্যামনবি ৪৪ রানের জুটিতে বিপদ কিছুটা কাটিয়ে তোলেন। তবে দ্রুতই টম (১২) ও লুইস গোল্ডসওয়ার্দি (১৩) সাজঘরে ফিরলে আবার বিপদে পড়ে যায় ইংলিশরা। ষষ্ঠ উইকেটে জর্জ হিলের সঙ্গে ৫৯ রান যোগ করে দলের লিড ভাল একটি অবস্থানে নিয়ে যান জেমি। তিনি সেঞ্চুরি হাঁকান বেশ আক্রমণাত্মক মেজাজে। ১০৬ বলে ৯ চার, ৪ ছক্কায় ১০৪ রান করার পর তাকে শিকার করেন বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমান। ২৯ বলে ২০ রান করা হিলকেও করে দেন বোল্ড। এরপর জর্ডান কক্স ছাড়া অন্য কেউ সুবিধা করতে পারেননি। তিনিও ৩৬ বলে ৩ চার, ১ ছক্কায় ৩০ রান করার পর সাজঘরে ফিরলে ৮ উইকেটে ২২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দেয় ইংলিশরা। মিনহাজ ৭৪ রানে ৪টি এবং গালিব ও মুজাক্কির হোসেন দুটি করে উইকেট নেন। ৩৩২ রানের লিড পেয়ে যায় ইংলিশরা। ৩৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের যুবারা দলীয় ৩৪ রানে ওপেনার অমিত হাসানের (৬) উইকেট হারায় একেবারে দিনের শেষ পর্যায়ে। তার আউটের পরই তৃতীয়দিনের খেলা শেষ হয়ে যায়। আর ২৯৯ রানে পিছিয়ে থেকে এখনও বেশ চাপের মুখেই আছে বাংলাদেশ দল। অবশ্য ওপেনার তানজিদ হাসান বেশ আক্রমণাত্মক মেজাজে ২৩ বলে ৩ চারে ২৮ রান নিয়ে ব্যাট করছেন। আজ শেষদিনে ড্র বা জয় করতে পারলেই দুই টেস্টের এ যুব সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।
×