ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার শিরোপায় চোখ ম্যানসিটির!

প্রকাশিত: ০৯:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

চার শিরোপায় চোখ ম্যানসিটির!

জিএম মোস্তফা ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এফএ কাপেও দাপট চলছে তাদের। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্ডিওলার দল। শনিবার পঞ্চম রাউন্ডের ম্যাচে সিটিজেনরা প্রত্যাশিতভাবেই ৪-১ গোলে নিউপোর্ট কাউন্টিকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে। এফএ কাপে এবার দুর্দান্ত খেলছিল নিউপোর্ট কাউন্টি। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে ১৯৯০ সালের পর এবারই টুর্নামেন্টের শেষ আটে টিকেট কাটার স্বপ্ন দেখছিল চতুর্থ সারির এই দলটি। কিন্তু শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাদের। নিউপোর্টকে বিদায় করে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধে দুর্দান্ত খেলে নিউপোর্ট সিটি। প্রতিপক্ষের আক্রমণভাগকে দারুণভাবে রুখে দিয়েছিল স্বাগতিক দলটি। এই সময়টাতে ম্যানসিটির কোন গোল হজম করেনি তারা। তবে দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে সফরকারী দল। ম্যাচের ৫১ মিনিটে প্রথম গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন লেরয় সানে। উচ্ছ্বাসের জোয়ারে ভাসে ম্যানচেস্টার সিটির সমর্থকরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। এবার গোল করেন ফিল ফোডেন। ম্যাচের ৮৮ মিনিটে অবশ্য গোল করে স্বাগতিক শিবিরকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন প্যাদ্রেইগ এ্যামন্ড। কিন্তু শেষ পাঁচ মিনিটে স্বাগতিকদের জালে আরও দুইবার বল জড়ায় সফরকারীরা। ৮৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন ফোডেন। ম্যাচের অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে রিয়াদ মেহরাজ করেন ম্যানচেস্টার সিটির চতুর্থ গোল। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় নিউপোর্ট কাউন্টিকে। প্রথমার্ধে ড্র করেও দ্বিতীয়ার্ধে চার গোল। শিষ্যদের পারফর্মেন্সে দারুণ খুশি ম্যানচেস্টার সিটির কোচ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে পেপ গার্ডিওলা বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা শান্ত ছিলাম এবং পরিস্থিতি বিবেচনা করে অবিশ্বাস্য পারফর্মেন্স উপহার দেই।’ সিটিজেনদের কোচ এ সময় আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়েছি। আশা করছি চেলসির বিপক্ষে ম্যাচেও ঠিক এভাবে খেলতে চাই। যদিওবা এই ম্যাচের চেয়ে হোম ম্যাচের বিষয়টা সম্পূর্ণরূপেই আলাদা।’ এ সময় ডেভিড সিলভার ভূয়সী প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ। পেপ গার্ডিওলার ভাষ্যমতে, ‘অবিশ্বাস্য একজন খেলোয়াড় ডেভিড সিলভা। তার বয়স ৩৩ তারপরও এই পর্যায়ের খেলাটা দেখা যায় তার পায়ে। চমৎকার একজন খেলোয়াড় সে। তার গুণাবলীর বিষয়ে আমি আসলে এরচেয়ে আর বেশি কী বলতে পারি?’ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় ঈর্ষণীয় সাফল্য উপহার দিয়েছিলেন গার্ডিওলা। তবে ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি কাতালান ক্লাবটিতে। ন্যুক্যাম্পে সাফল্য থাকতে থাকতেই বিরতিতে চলে যান তিনি। সাময়িক বিরতির পর নতুন করে ঠিকানা গড়েন জার্মান বুন্দেসলিগার আরেক জায়ান্ট ক্লাব বেয়ার্ন মিউনিখে। সেখানেও তার সাফল্যের গল্প উপহার দেন জার্মান জায়ান্টদের। বার্সিলোনা থেকে বেয়ার্ন মিউনিখ ঘুরে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেন তিনি। একটু সময় নিয়েই ম্যানচেস্টার সিটিকে লীগ শিরোপা উপহার দেন গার্ডিওলা। লীগে চলতি মৌসুমেও দুর্দান্ত তার দল। তবে এবার শিরোপার সংখ্যাটাকে আরও বাড়াতে চায় ম্যানচেস্টার সিটি। হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের চোখে-মুখে এবার চার শিরোপা জয়ের স্বপ্ন। এটা শুনে হয়তো চোখ কপালে তুলে ফেলতে পারেন অনেকেই। তবে অবিশ্বাস্য কিছু নয়। কেননা ম্যানচেস্টার সিটি ইতোমধ্যেই লীগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগেও অবস্থান শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল শালকে জিরো ফোর। এছাড়া এফএ কাপের ফাইনালের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে তারা। সবকিছু সঠিকভাবে এগোলে চার শিরোপা জয়ের অশ্বিাস্য কীর্তিও গড়ে ফেলতে পারে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। তবে পারবেন কি না সেটাই এখন দেখার অপেক্ষা।
×