ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ‘প্লেয়ার্স ড্রাফট’ আজ

লীগে খেলবেন না সাকিব, তামিম, মুশফিক

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 লীগে খেলবেন না সাকিব, তামিম, মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের এবারের আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ মার্চ। এ লীগের জন্য আজ ‘প্লেয়ার্স ড্রাফট’ হবে। সকাল সাড়ে ১১টা থেকে খেলোয়াড় বাছাই করে নেবে লীগে অংশ নেয়া দলগুলো। কিন্তু এই ‘ড্রাফটে’ নাম নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। তাদের ছাড়াই আজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হবে। তারা এবারের লীগে খেলবেনই না। দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে মাশরাফি ও মাহমুদুল্লাহ লীগে খেলবেন। মাশরাফি ও মাহমুদুল্লাহই আবার সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। মাশরাফি আগের দল আবাহনী লিমিটেডেই থাকছেন। তবে মাহমুদুল্লাহর দল আজ নিশ্চিত হবে ‘প্লেয়ার্স ড্রাফটে’। বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেকে পুরোদমে প্রস্তুত করতে চান বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলতে চান না এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করে তাতে সাড়াও মিলেছে। তামিমের মতো মুশফিকও লীগ না খেলে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে চান। তিনিও বিসিবির কাছে আবেদন করে সাড়া পেয়েছেন। এই দুইজনের সঙ্গে এখন খেলবেন না সাকিবও। তিনি বিপিএলের ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়েছেন। সেই ইনজুরি থেকে মুক্ত হতে দেরি আছে। ইনজুরিমুক্ত হলেই আবার লীগে নেমে পড়বেন, এমন নয়। যখন পুরোদমে ফিট হবেন তখন আবার আয়ারল্যান্ড সফরে যাওয়ার কাছাকাছি সময় এসে পড়বে। দলের প্রস্তুতি ক্যাম্পেও থাকতে হবে। তাই সাকিবও থাকছেন না। তামিম, সাকিব, মুশফিক না থাকলেও মাশরাফি, মাহমুদুল্লাহ থাকছেন। জাতীয় দলের বাকি ক্রিকেটাররাও লীগ খেলবেন। তবে শুধু মাহমুদুল্লাহই নন, জাতীয় দলের মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, রুবেল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, নাঈম হাসানদের ভাগ্যে কোন দল মিলছে তা আজই বোঝা যাবে। তারা জাতীয় দলের ক্রিকেটার। আগেই দল মিলে যাওয়ার কথা। কিন্তু এবার যে লীগে পুরোদমে সময় দিতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা, তাই দলগুলো তাদের দিকে কম মনোযোগ দিতে চাইছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দেশে ফিরে ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। বিশ্রামের পর গিয়ে লীগ খেলা শুরু করবেন। ততদিনে অনেক খেলা হয়ে যাবে। আবার জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিতে হবে। তাই জাতীয় দলের ক্রিকেটারদের দিকে এবার দলগুলো কম মনোযোগ দিচ্ছে। বিসিবি আবার ‘প্লেয়ার্স ড্রাফটে’ ক্রিকেটারদের নাম দিয়েছে। তাতে জাতীয় দলের ক্রিকেটাররা কখন থেকে খেলতে পারবেন সেই সময়ও দেয়া হয়েছে। সেই সময় অনুযায়ী মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, মোহাম্মদ সাইফউদ্দিন ৬ এপ্রিলের আগে, মিরাজ, লিটন, মুমিনুল, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ ২২ মার্চের আগে খেলতে পারবেন না। তাই দলগুলোও এ ক্রিকেটারদের দলে ভেড়ানো নিয়ে ভালভাবেই ভাবতে শুরু করেছে। ‘প্লেয়ার্স ড্রাফটে’ মোট ২৩৩ ক্রিকেটার থাকছেন। লীগে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজকল্যাণ সমিতি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নিবে। প্রতিটি দল ৩ জন করে ক্রিকেটার আগেই দলে ভিড়িয়েছে। উত্তরা এসসি ও বিকেএসপি ড্রাফটের আগেই ৩ জন করে ক্রিকেটার দলে নিয়েছে। বাকি দলগুলো গত আসরের দল থেকে ৩ জন করে দলে ভিড়িয়েছে। ধরে রাখা ক্রিকেটাররা হলেন- আবাহনী লিমিটেড ॥ মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত। শেখ জামাল ধানমি ক্লাব ॥ জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবির হায়দার। লিজেন্ডস অব রূপগঞ্জ ॥ নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ॥ ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি। খেলাঘর সমাজকল্যাণ সমিতি ॥ রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম। গাজী গ্রুপ ক্রিকেটার্স ॥ ইমরুল কায়েস, মেহেদী হাসান, আবু হায়দার রনি। মোহামেডান স্পোর্টিং ক্লাব ॥ রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ॥ আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল-আমিন। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ॥ শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়। ব্রাদার্স ইউনিয়ন ॥ জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী। ড্রাফটের আগে নেয়া ক্রিকেটাররা হলেন- উত্তরা স্পোর্টিং ক্লাব ॥ নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম। বিকেএসপি ॥ শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন।
×