ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগেই শেষ ফারব্রেস অধ্যায়

প্রকাশিত: ০৯:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

  বিশ্বকাপের আগেই শেষ ফারব্রেস অধ্যায়

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পল ফারব্রেস। পিটার মুরসের পর ট্রেভর বেলিসের সহকারী হয়ে ইয়ন মরগান আর জো রুটদের সঙ্গে বেশ সফলতার সঙ্গেই কাজ চালিয়ে গেছেন তিনি। এমনকি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও ছিলেন মাঝে কিছুদিন। টানা ৫ বছরে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৬ টি২০ বিশ্বকাপে তিনি ছিলেন ইংলিশ কোচিং স্টাফে। কিন্তু এবার ঘরের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে মরগান-রুটদের সঙ্গে থাকছেন না তিনি। কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের ভেতরেই সেখানে যোগ দেবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন ইংল্যান্ডের। ২০১৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারব্রেস। এর পরিবর্তে নিজ দেশের সহকারী কোচ হওয়াটাকেই বেছে নেন। অথচ তার অধীনে একমাত্র টি২০ বিশ্বকাপ জয় করে সেবার শ্রীলঙ্কা, এমনকি এশিয়া কাপও জিতেছিল সে বছর। তবে ইংল্যান্ড দলে তারপর থেকে মুরসের সঙ্গেও দারুণ কাজ দেখিয়েছেন। কেন্টে জন্ম নেয়া ৫১ বছর বয়সী সাবেক এ উইকেটরক্ষক মুরসের বিদায়ের পর কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেও সফল হয়েছিলেন। নিউজিল্যান্ড সফরে ২০১৫ সালের শেষদিকে টেস্ট সিরিজ ১-১ ড্রয়ে শেষ করলেও ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ৩-২ ও টি২০ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছিল। অস্থায়ী কোচ হিসেবে সেই একটিই মিশন ছিল ফারব্রেসের। এরপর বেলিসের অধীনে কাজ করছিলেন। এবার জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ফারব্রেসের জন্য যেমন সুযোগ ছিল এবার দলকে আরও বড় কিছু দেয়ার, তেমনি ইংলিশরাও এ অভিজ্ঞ, দক্ষ ও সফল কোচের কাছে দারুণ কিছু পাওয়ার আশায় ছিল। কিন্তু এর আগেই ইংলিশ ক্রিকেটারদের ছেড়ে যাচ্ছেন ফারব্রেস। ইংল্যান্ডেই থাকবেন কিন্তু জাতীয় দলের হয়ে কোন দায়িত্ব পালন করবেন না তিনি। এর আগে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল, ইংল্যান্ড অনুর্ধ-১৯ এবং কেন্টের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ ইংল্যান্ডের আন্তর্জাতিক দায়িত্ব দীর্ঘদিনের। তাই ছেড়ে যাওয়ার বিষয়টি একেবারে সহজ নয়। এ বিষয়ে ফারব্রেস বলেন, ‘আমি ৫টি চমৎকার বছর কাটিয়েছি জাতীয় দলের হয়ে। বিশ্বমানের কোচ, ক্রিকেটার ও সহায়কদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ ব্যাপার।
×