ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউরোপ ও এশীয় মিত্রদের সমালোচনায় পেন্স

প্রকাশিত: ০৮:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 ইউরোপ ও এশীয় মিত্রদের সমালোচনায় পেন্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইরান চুক্তি বাতিল এবং ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়েইদোকে স্বীকৃতি দিতে ইউরোপ ও এশিয়ায় তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ভেনিজুয়েলা ও ইরান প্রশ্নে ইউরোপীয় শক্তিগুলোর সমালোচনা করেন। বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। খবর গার্ডিয়ানের। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অর্জনকে ‘উল্লেখযোগ্য’ ও ‘অসাধারণ’ অভিহিত করে ইউরোপের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও এশিয়ার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের পরমাণু চুক্তি বাতিল এবং ভেনিজুয়েলার কংগ্রেসের প্রধান হিসেবে প্রেসিডেন্ট হুয়ান গুয়েইদোকে স্বীকৃতি দেয়া উচিত।
×