ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভে লাল কালি লেপন

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

 কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভে লাল কালি লেপন

লন্ডনে মহান দার্শনিক কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভে ফের হামলার ঘটনা ঘটেছে। চলতি মাসে এই দার্শনিকের স্মৃতিস্তম্ভে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটল। শনিবার মার্কসের স্মৃতিস্তম্ভে ‘ডক্টরিন অব হেট’ ও ‘আর্কিটেক্ট অব জেনোসাইড’ কথাটি লাল কালি দিয়ে লেখা হয়। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের। উত্তর লন্ডনে অবস্থিত কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভটি প্রথম শ্রেণীর মর্যাদা পায়। গত ৪ ফেব্রুয়ারি কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভে হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মার্র্বেল পাথরের এই স্মৃতিস্তম্ভের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় ওই স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারী ফ্রেন্ডস অব হাইগেট সেমিট্রি ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, আর হয়ত এখানে এ ধরনের হামলার ঘটনা ঘটবে না। মার্কসের স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনায় ফ্রেন্ডস অব হাইগেট সেমিট্রি ট্রাস্টের প্রধান নির্বাহী ইয়ান ডাঙ্গভেল বলেছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গণমাধ্যমকে তিনি বলেন, আমার মনে হয় কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভটিকেই টার্গেট করা হয়েছে। এ ধরনের হামলাকে ঘৃণ্য, বোকামি ও অজ্ঞতা বলে আখ্যা দেন তিনি। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শনিবার সকালে ম্যাক্সওয়েল ব্লোফিল্ড নামে এক ব্যক্তি তার মায়ের সঙ্গে কার্ল মার্কসের স্মৃতিস্তম্ভ দেখতে যান। এ সময় মার্কসের ছবিতে লাল কালি দিয়ে লেখা দেখে ৩১ বছর বয়সী ম্যাক্সওয়েল ব্লোফিল্ড বলেন, এই দৃশ্য দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। মার্কসের স্মৃতিস্তম্ভে সাদা মার্বেল পাথরে কালো অক্ষরে খোদাই করে কার্ল মার্কসের নাম, জন্ম ও মৃত্যুর তারিখ দেয়া আছে। গত ৪ ফেব্রুয়ারি হামলাকারী হাতুড়ি দিয়ে পিটিয়ে ওই পাথরটি বিকৃত করে। জার্মানির এই বিপ্লবী সাম্যবাদী রাজনীতিক, ‘ডাস ক্যাপিটালের’ লেখক ও ‘কমিউনিস্ট ম্যানিফেস্টোর’ সহলেখক ১৮৪৯ থেকে ১৮৮৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত লন্ডনে বাস করেন। এর আগেও তার স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে রঙ লাগিয়ে দেয়া হয়েছিল। তারও আগে ১৯৭০-র দশকে এই স্মৃতিস্তম্ভটি বোমা দিয়ে উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র হয়েছিল।
×