ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাক পণ্যে দুই শ’ শতাংশ শুল্ক

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পাক পণ্যে দুই শ’ শতাংশ শুল্ক

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে বাণিজ্যিকভাবে আরও কোণঠাসা করতে দেশটির ওপর দুই শ’ শতাংশ আবগারি শুল্ক চাপিয়ে দিল ভারত। পাকিস্তান থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর এই শুল্ক আদায় করা হবে। গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভয়াবহ জঙ্গী হামলার পর দিন পাকিস্তানের মোস্ট ফেবারড ন্যাশন (এমএফএন) সুবিধা প্রত্যাহার করে নেয় দিল্লী। কাশ্মীরে এই জঙ্গী হামলার পর রাজ্যটির স্থানীয়দের ওপর ধরপাকড় বাড়িয়েছে ভারত সরকার। এর প্রতিবাদে শ্রীনগরসহ কাশ্মীর উপত্যকাজুড়ে রবিবার বন্ধ ডেকেছে স্থানীয়রা। চলমান বনধের মধ্যে কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। হরিয়ানা, পাটনা, দেরাদুন ও বিহারে বসবাসরত কিছু কাশ্মীরী পরিবারকে বাড়ি ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে বাড়িগুলোর মালিক। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত কাশ্মীরী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় শুধু কাশ্মীরেই আহত হয়েছে ৩৭ জন। ভারতের বিভিন্ন জায়গায় কাশ্মীরীদের আক্রান্ত হওয়ার খবর আসতে থাকায় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে কাশ্মীরীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। খবর এনডিটিভি, পিটিআই ও বিবিসির। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, পুলওয়ামার সন্ত্রাসী হামলার জেরে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ও শিক্ষার্থীরা হামলা এবং হুমকির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। এ কারণে তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বশির আহমেদ নামে এক কাশ্মীরী ব্যবসায়ী বলেছেন, একদল লোক লাঠিসোটা হাতে আমার দোকানের সামনে হাজির হয়। তারা উগ্রপন্থী স্লোগান দিতে থাকে। তখনও পর্যন্ত পুলওয়ামার ওই হামলার ঘটনার কথা আমি জানতাম না। ‘কিন্তু তারা দোকানের জিনিসপত্র ধ্বংস করে আমাকে ও কর্মচারীদের মারধর করে।’ তিনি আরও বলেন, আমি গত ৩৫ বছর ধরে পাটনায় কাজ করছি, কিন্তু কখনও এ রকম পরিস্থিতিতে পড়িনি। আমি রাজনীতি করি না, আমি এত ব্যস্ত থাকি যে খবর দেখার সময়ও পাই না। কারগিলের হামলা স্থল থেকে কিছু জঙ্গীকে সরিয়ে নিয়েছে পাকিস্তান। মোদি সরকার এই জঙ্গী হামলার প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর পাল্টা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার পর পাকিস্তান কারগিল থেকে এসব জঙ্গীকে সরিয়ে নিল। পাকিস্তানের ওপর দুই শ’ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী অরুন জেটলি শনিবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় জানান, পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানের মোস্ট ফেবারড ন্যাশন (এমএফএন) প্রত্যাহারের পর পাকিস্তান থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর দুই শ’ শতাংশ আবগারি শুল্ক বৃদ্ধি করা হলো যা এখন থেকেই কার্যকর হবে। ১৯৯৬ সাল থেকে পাকিস্তান ভারতের কাছ থেকে এমএফএন সুবিধা পেয়ে আসছিল। পাকিস্তান অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকার মধ্যে ভারতের এই সিদ্ধান্ত দেশটিকে বেকায়দায় ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারত সাধারণত তুলা, কাপড়ের রং, রাসায়নিক, শাকসবজি, লোহা ও স্টিল পাকিস্তানে রফতানি করে। আর ফলমূল, সিমেন্ট, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক ও মসলা পাকিস্তান থেকে আমদানি করে। দেশ দুটি বছরে দুই শ’ কোটি ডলারের বাণিজ্য করে। বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭৮টি গাড়ি লক্ষ্য করে জঙ্গী হামলা চালানো হয়। হামলায় সিআরপিএফ’র ৪০ সদস্য নিহত এবং বেশ কয়েকজন সদস্য আহত হন। জঙ্গী সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ কয়েকটি দেশ এ হামলার নিন্দা জানিয়েছে।
×