ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কামাল আহমেদের এ্যালবাম ‘অধরা’

প্রকাশিত: ১২:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

কামাল আহমেদের এ্যালবাম ‘অধরা’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি লেজারভিশন থেকে প্রকাশ হয়েছে কামাল আহমেদের আধুনিক গানের মৌলিক একক এ্যালবাম ‘অধরা’। লেজারভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে ‘অধরা’ এ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এ এ্যালবামের গানগুলো হলো-‘পলকে হেসে চলে যাও’, ‘এমন হয় না কেন’, ‘ভুলিতে পারি না তাকে’, ‘ভালবাসা দিয়ে তাজমহল হয়’, ‘চাঁদের জোছনায় আজ’, ‘কে তুমি নন্দনী’, ‘আমি লাইলীকে দেখিনি’, ‘আমার দুঃখ বার মাস’, ‘এখনও বেঁচে আছি’, ‘তুমি ফিরে এসেছ আবার’, ‘একে একে সব ক’টা তারা’, ‘চুপি চুপি কাছে এসো’ (যুগলকণ্ঠ)। এ এ্যালবামের গীতিকাররা হলেন- নজরুল ইসলাম বাবু, কাওসার আহমেদ চৌধুরী, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, শাহীন আনোয়ার, মোঃ শাহ নেওয়াজ, প্রসেনজিৎ ওঝা, নায়না শাহরীন অন্তরা ও মুজাহিদুল হক লেনিন। এ এ্যালবামে যারা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তারা হলেন-আলী হোসেন, লাখী আকন্দ, বাসু দেব ঘোষ, মোঃ শাহ নেওয়াজ, মোঃ নজরুল ইসলাম, নুরুল হক, ইবনে রাজন, উজ্জল সিনহা ও মুজাহিদুল হক লেনিন। এ্যালবামটির সফ্ট ও হার্ড কপি লেজারভিশন- লেজারভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। কামাল আহমেদের সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তার সফলতার পালকে যুক্ত হয়েছে ৭টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। একজন শিল্পী বেঁচে থাকেন তার সৃষ্টির মাধ্যমে। এই সৃষ্টি শুধু শৈল্পিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, এর ব্যাপ্তি আরও বিশাল- যা অনায়াসে ছুঁতে পারে মানবতার আঁচল- তার প্রত্যক্ষ উদাহরণ মিডিয়া ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী কামাল আহমেদ।
×