ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘হীরালাল সেন পদক’ পেল চলচ্চিত্র ‘কমলা রকেট’

প্রকাশিত: ১২:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

‘হীরালাল সেন পদক’ পেল চলচ্চিত্র ‘কমলা রকেট’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’ উৎসবের এবারের ১৮তম আয়োজনে ‘হীরালাল সেন পদক’ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কমলা রকেট’। উৎসবের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে তুলে দেন। চলচ্চিত্রটি শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়ে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেও এই প্রথম দেশীয় কোনো পুরস্কারে ভূষিত হলো। হীরালাল পদক পাওয়ায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও ‘কমলা রকেট’ চলচ্চিত্রের কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ উৎসবটি এবার স্বল্পপরিসরে হলেও সামনের বছরে আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র’ এর হীরালাল পদক প্রদান অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর, ‘কমলা রকেট’ চলচ্চিত্রের নির্মাতা নূর ইমরান মিঠু, নির্মাতা আবু শাহেদ ইমনসহ চলচ্চিত্রের গুণী ব্যক্তিবর্গ। পুরস্কার গ্রহণ করে ফরিদুর রেজা সাগর বলেন, এবার দেশের মাটিতে ‘কমলা রকেট’ প্রশংসিত হয়ে এই পদকটি পেল। হীরালাল সেন পদক ইমপ্রেস টেলিফিল্মের জন্য অতি গুরুত্বের।’ বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এ উৎসবটি টিএসসিতে শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ‘কমলা রকেট’ চলচ্চিত্রের পরিচালক নূর ইমরান মিঠু বলেন, ‘কমলা রকেট’ চলচ্চিত্রের সকল প্রাপ্তিতে আমি উচ্ছ্বসিত। এসবকিছুর কৃতিত্ব ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের। কারণ, আমার মতো নতুন নির্মাতার উপর তারা ভরসা রেখেছেন। এ উৎসবে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছিলো ‘সনাতন গল্প’, ‘দেবী’, ‘মাটির প্রজার দেশে’সহ মোট ছয়টি চলচ্চিত্র।
×