ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেগোর এ্যাওয়ার্ড গ্রহণে দিল্লীতে ছায়ানটের প্রতিনিধিরা

প্রকাশিত: ১২:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

টেগোর এ্যাওয়ার্ড গ্রহণে দিল্লীতে ছায়ানটের প্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার ॥ ‘টেগোর এ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ শিরোনামের সম্মাননা গ্রহণ করতে ভারতের নয়া দিল্লীতে পৌঁছেছেন ৫ সদস্যের ছায়ানট প্রতিনিধি দল। পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি সকাল এগারটায় দিল্লীর প্রবাসী ভারতীয় কেন্দ্রে ছায়ানটের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেবেন ভারতের মহামান্য রাস্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের আন্তর্জাতিক সম্মাননার জন্য নির্বাচিত হয় ছায়ানট। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি আবুল হাসনাত, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল এবং সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। সম্মাননা গ্রহণ শেষে ছায়ানট প্রতিনিধি দল আগামী ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশে ফিরবে বলে জানা গেছে।এদিকে ‘টেগোর এ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ অর্জন উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছটায় আয়োজিত অনুষ্ঠানে ভারত প্রত্যাগত প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করবেন। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে আরও থাকছে এই আয়োজনে আরও থাকছে ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় রাগালাপ, নৃত্য এবং গান।
×