ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ঘাটতির মুখে ইন্দোনেশিয়া

প্রকাশিত: ১১:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

বাণিজ্য ঘাটতির মুখে ইন্দোনেশিয়া

২০১৭ সালের জুনের পর প্রথমবারের মতো আমদানি সঙ্কুচিত হওয়ার পরও চলতি বছরের জানুয়ারিতে ফের বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে পড়তে যাচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের ডিসেম্বরে যেখানে বাণিজ্য ঘাটতি ছিল ১০৩ কোটি মার্কিন ডলার, সেখানে জানুয়ারিতে ঘাটতি কিছুটা কমে ৯৭ কোটি ডলারে দাঁড়াবে। রয়টার্স পরিচালিত এক জরিপে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স। রয়টার্স জরিপের বিশ্লেষকরা তুলনা করে দেখিয়েছেন, গত বছরের ডিসেম্বরে দেশটির বার্ষিক আমদানি ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আর জানুয়ারিতে বার্ষিক ভিত্তিতে আমদানি আগের বছরের চেয়ে ১ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। অন্যদিকে গত বছরের তুলনায় জানুয়ারিতে রফতানি সম্ভবত ২ দশমিক ৫৪ শতাংশ কমে গেছে বলেও জরিপে দেখানো হয়েছে। দেশটিতে টানা তৃতীয় মাসের মতো ঘটল এ ধরনের ঘটনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতির এ দেশটির কর্তৃপক্ষ ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে। একই সঙ্গে তারা তাদের মুদ্রার মান ধরে রাখার জন্যও চেষ্টা করছে। গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে আমদানিতে শুল্ক বাড়ানো এবং সুদের হার বাড়ানো। অর্থনীতি ডেস্ক
×