ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বেসরকারী ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে প্রায় সাড়ে ৩ লাখ টাকা

প্রকাশিত: ১০:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

এবার বেসরকারী ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে প্রায় সাড়ে ৩ লাখ টাকা

স্টাফ রিপোর্টার ॥ এবার বেসরকারী ব্যবস্থাপনায় হজে যেতে সাড়ে ৩ লাখ টাকার মতো খরচ হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে বেসরকারী হজ প্যাকেজ-২০১৯ ঘোষণাকালে হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম, মধ্যস্বত্বভোগী দালালের কাছে নয় সরাসরি এজেন্সির কাছে হজের টাকা জমা দেয়ার আহ্বান জানান। মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, হজ এজেন্সির কারণে হজযাত্রীরা দুর্ভোগে পড়েন না। মধ্যস্বত্বভোগী দালাল ও ফড়িয়াদের কাছে টাকা জমা দিয়েই তারা বিপদে পড়েন। বাড়ির পাশের লোকটির কাছে টাকা জমা দিয়ে তারা মনে করেন নিরাপদে হজযাত্রা করতে পারবেন। কিন্তু বাস্তবে পড়েন বিপাকে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ধর্ম মন্ত্রণালয় ও হাবের সম্মিলিত উদ্যোগ সর্বোপরি হজ গমনেচ্ছুদের সচেতন হতে হবে। এবার ঘোষিত প্যাকেজ অনুযায়ী কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য তিন লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। এই অঙ্ক সরকারী হজযাত্রার ব্যয়ের কাছাকাছি। হাব মহাসচিব জানান, এবার সরকারী ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-২ এ তিন লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এর চেয়ে কম মূল্যে কেউ হজযাত্রী পাঠাতে পারবে না। ঘোষিত প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ২৮ হাজার টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা, সৌদি আরবের বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের পানির জন্য ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিলের জন্য ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, খাওয়া খরচ ৩০ হাজার, অন্যান্য খরচ ১ হাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি ২ হাজার টাকা দেখানো হয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ প্যাকেজের কোন নির্দিষ্ট অঙ্কের টাকা নির্ধারণ করা হয়নি। সুযোগ সুবিধামতো তিন থেকে চার ধরনের প্যাকেজ হতে পারে। এ বছর নিবন্ধনের পর হজযাত্রীরা যে ভাউচার পাবেন তার নিচে নিয়মাবলীতে বাকি টাকা সরাসরি হজ এজেন্সির কাছে জমা দেয়ার কথা উল্লেখ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, আমরা যেভাবে হজযাত্রী পাঠাতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সংখ্যা কম থাকায় সেভাবে পাঠাতে পারছি না। আমরা আশা করি বিমান ফ্লাইট সিডিউল নির্ধারণের ক্ষেত্রে হাবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। সংবাদ সম্মেলনে হাব সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া বলেন, রবিবার থেকে হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। এই নিবন্ধন ২০ মার্চ পর্যন্ত চলবে।
×