ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না ॥ চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

মাদকের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না ॥ চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম অফিস/স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শনিবার দুপুরে টেকনাফে ১০২ ইয়াবা চোরকারবারির আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তের উখিয়া টেকনাফসহ ১৯২ পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসে। মিয়ানমারকে ইয়াবা চোরাচালান বন্ধ করতে দফায় দফায় বলা হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই করছে না তারা। মন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তকে কঠোরভাবে সুরক্ষা করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হচ্ছে। মাদকব্যবসার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না। মাদকব্যবসায়ীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আপনারা বিকল্প কর্মসংস্থান পেতে সরকারের সহায়তা চাইলে তা দেয়া হবে। তবুও আপনারা এ পথ থেকে ফিরে আসুন। নাফ নদীতে মাছধরা নৌকা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অধিকাংশ নৌকা মাছ ধরার নাম করে সাগরে যায়। ফিরে আসার সময় নিয়ে আসে ইয়াবা। জটিল এ বিষয়টি নিয়ে আমরা বসার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় টেকনাফসহ পুরো কক্সবাজারকে ইয়াবামুক্ত করতে সহযোগিতা চান মন্ত্রী। বাংলাদেশে কোন মাদকব্যবসায়ী ও মাদকসেবককে এ্যালাও করা হবে না। এতে যত কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হয় তা করা হবে বলে তিনি মন্তব্য করেন। মাদকব্যবসায়ীরা দেশের জন্য ক্ষতি। যারা মাদকসেবন করে তাদের সংসার ভেঙ্গে যাচ্ছে। তাই মাদকব্যবসায়ী বা মাদকসেবকদের কোনভাবে নিস্তার দেয়া হবে না। এ ব্যবসায় যারা জড়িত তারা কোন না কোনভাবে ধরা পড়বে। বিজিবি, র‌্যাব, পুলিশের অভিযানকে আরও জোরদার করা হচ্ছে। মন্ত্রী বলেন, ২০৪১ সালের স্বপ্ন পূরণ করতে মাদক যদি বাধা হয় তাহলে তা মেনে নেয়া যায় না। খুঁজে খুঁজে একটা একটা করে বের করে আনা হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, মিয়ানমার আর আমাদের সীমান্ত দিয়ে ব্যবসা করতে পারবে না। আমরা আমাদের সীমান্তকে মাদক ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দেব না।
×