ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বেড়েছে সরিষার চাষ

প্রকাশিত: ০৯:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

মাদারীপুরে বেড়েছে সরিষার চাষ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর জুড়ে এখন সরিষা ফুলে ফুলে ঢেকে গেছে ফসলের মাঠ। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ সুবাস ভেসে আসে বাতাসে। সরিষার এমন আবাদ দেখে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা বলছেন, বাজারে ভাল দাম পেলে গত মৌসুমে ধানের দাম না পাওয়ার ক্ষতি এবার সরিষা দিয়ে তা পুষিয়ে নিতে পারবেন। জানা গেছে, মাদারীপুরের অধিকাংশ ফসলের মাঠে এ বছর প্রচুর পরিমাণে সরিষা আবাদ করা হয়েছে। যে দিকে চোখ যায় শুধু হলুদ রঙের সরিষার ক্ষেত চোখে পড়ে। তাকালেই যেন সরিষা ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাদারীপুর জেলার ৪ উপজেলায় ১৩ হাজার ৮শ’ হেক্টর জমিতে দেশী জাতের মাঘী, ধলি উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমাণ ছিল ১০ হাজার হেক্টর। সে হিসেবে মাদারীপুরে আবাদ বেড়েছে ৩ হাজার হেক্টর জমিতে। মাদারীপুর সদর উপজেলার সরিষা চাষী আব্দুর রাজ্জাক তায়ানীসহ একাধিক চাষী জানান, সরিষার ভাল ফলন হলে গত ধানের মৌসুমে বাজারে ভাল দাম না পাওয়ায় এবার সরিষা দিয়ে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
×