ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তায়েব-মাহীর ‘অন্ধকার জগত’ মুক্তি পাচ্ছে ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৯:২০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 তায়েব-মাহীর ‘অন্ধকার জগত’ মুক্তি পাচ্ছে ২২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘অন্ধকার জগত’। তবে মুক্তির আগেই আলোচনায় এসেছে বদিউল আলম খোকন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘অন্ধকার জগত’। ছোট পর্দার আলোচিত অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীক্ষিত অভিনেত্রী মাহিয়া মাহী। মাহবুবা শাহরীন প্রযোজিত এবং এস জি প্রডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অন্ধকার জগত’। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে আজ বিকেল ৩টায় বিএফডিসিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে দেশের সংশ্লিষ্ট গুণী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সম্প্রতি চলচ্চিত্রটি নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। চলচ্চিত্রে ডিএ তায়েব ও মাহী ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজেন্ডার, মিশা সওদাগর, আনোয়ারা, বাসেদ শিমন, মৌমিতা মৌ, আলেকজান্ডার বো, আশরাফ উল ইসলাম, মকফুবার রহমান সুইট, বড়দা মিঠু, আনহা তামান্না, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, ফারজানা মিল্টন, শাহ্জাদ সাদ মান্না, ডি এ শিপন, শারমিন বৃষ্টি, তমা, তনু পান্ডে, রূপক মুসলে, হাবিব খান, সীমান্ত, রানা, সেলিম, মংগল, ফারুক, যুবরাজ, ব্রুসলি, সুশান্ত। ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী কাঙাল চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। পুরো ঢাকা শহর ডিএ তায়েবের নামে কাঁপে। মাহীকে দেখা যাবে ডিবি অফিসারের ভূমিকায়। ‘অন্ধকার জগত’ চলচ্চিত্র প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, গত বছর আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোনাবন্ধু’ দর্শকদের যে ভালবাসা পেয়েছি তার অনুপ্রেরণা থেকেই ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করছি। এখানে দর্শক আমাকে এক ভিন্ন চরিত্রে দেখবেন। সম্পূর্ণ কমার্শিয়াল এবং এ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘অন্ধকার জগত’। আশা করি চলচ্চিত্রটি দর্শকদের মন কাড়বে। বাকিটা হলে এসে আপনারা বিচার করবেন। এদিকে গত বছরে মাহীর জন্মদিনে ইউটিউবে লাইড টেকনোলজিসের চ্যানেলে উন্মুক্ত হয় বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রের আরও একটি নতুন গান। ডি এ তায়েব ও মাহী অভিনীত ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে ‘রোমিওর খোঁজে এলো এই জুলিয়েট’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রোমানা ইসলাম রমা। এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য গানের মধ্যে ‘জনমের আগে’ শিরোনামের আরেকটি গান ও ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলী আকরাম শুভ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ্রদেব ও ন্যান্সি।
×