ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

প্রকাশিত: ০৯:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে বুধবার জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় ২৩তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের উৎসবে বিশিষ্ট গদ্যকার ও শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. রফিকউল্লাহ খান এবং কবি মারুফুল ইসলামকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। এ উপলক্ষে বসন্ত বন্দনা, কবিতা ও ছড়া পাঠ, আলোচনা, সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানসহ দিনব্যাপী ছিল নানা আয়োজন। সকাল ন’টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বের করা হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রার পর থেকে দিনের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আলোচনা, সঙ্গীত, নৃত্য প্রভৃতি অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান পর্ব। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. রফিকউল্লাহ খান, কবি মারুফুল ইসলাম, নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, কবি ফরিদ কবির প্রমুখ। এর আগে ‘লালন ও জালাল বন্দনা’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে বাউল লালন সাঁই এবং জালাল উদ্দিন খাঁর গান পরিবেশন করেন বিটিভির তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী পিয়া বৈশ্য, নজরুল সঙ্গীত করেন মুন্নী কাদের, লোকসঙ্গীত গোলাম মৌলা, নৃত্য ও সমবেত সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর স্থানীয় শিল্পীরা। নেত্রকোনা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকরা এ উৎসবে যোগ দেন।
×