ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীর এনন টেক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৩:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

টঙ্গীর এনন টেক্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৪ ফেব্রুয়ারি ॥ টঙ্গীর ভাদামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এনন টেক্স শিল্প গোষ্ঠীর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা অব্যাহত রাখে। আগুনে কারখানার সুতার গোডাউন, সুতা তৈরি ও প্রসেসিং এবং কার্টন ইউনিট ভস্মীভূত হয়েছে। গোডাউনে আমদানিকৃত প্রায় ২০০ টন সুতা রক্ষিত ছিল বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার শত শত মানুষ আগুন নেভাতে ছুটে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কারখানার শ্রমিক ও এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থলে ছুটে যান। তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও স্থানীয় নেতৃবৃন্দ। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, ২-৩ কিলোমিটার দূর থেকে উর্ধ্বাকাশে অগ্নিকুণ্ডলি দেখা যাচ্ছিল। টঙ্গী ফায়ার স্টেশনের মুখপাত্র জানান, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। রাত ৮টার দিকে কারখানা ছুটি হয়ে যাওয়ার কারণে মালের ক্ষতি হলেও জানের কোন ক্ষতি হয়নি। গভীর রাত পর্যন্ত শত শত মানুষ ঘটনাস্থল ঘিরে অবস্থান করছিল। বিশাল কারখানার উত্তর-পশ্চিম দিকের অংশে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
×