ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পথ

প্রকাশিত: ১২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

পথ

ফিরছি বলে ফেরেনি আর, ফেরার কথা যার; পথ গিয়েছে পথের দিকে চলে। প্রান্তে ধোঁয়া, সান্ধ্য-ছায়া রাত্রি ডেকে আনে; পথ গিয়েছে পথের দিকে চলে। পেছনে পা, ছাপ রেখে যায় ভ্রান্ত ছবি এঁকে; পথ গিয়েছে পথের দিকে চলে। সামনে একা, একলা একা, স্বপ্ন-বাড়ি খুঁজি; পথ গিয়েছে পথের দিকে চলে। পথ গিয়েছে পথের দিকে চলে। পথ গিয়েছে পথের দিকে চলে।
×