ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথাবিরোধী প্রার্থনার পলক

প্রকাশিত: ১২:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

প্রথাবিরোধী প্রার্থনার পলক

কোনো ঘোরই দীর্ঘস্থায়ী নয়। কোনো আবেগ মানুষের মনকে দিতে পারে না দূরের সীমারেখা। বরং অসীমের সন্ধানে প্রাতভ্রমণে উড়ে যাওয়া পাখির মতোই মানুষের জীবন ফুলে ফুলে ডুবে থােেক; অথবা লুকিয়ে থাকে কাঁটায় কাঁটায় অবিরাম বৃষ্টি হয়ে- অলৌকিক ঝড় হয়ে। . কোনো প্রার্থনাই সর্বশেষ নয়। জোনাকীর আলোতে রাত্রি ভেদ করে করে চিঠি লিখে যে প্রেমিক; কিংবা মাঘের ভোরকে সাক্ষী রেখে পত্রপাঠ করে যে প্রেমিকা-; তাদের নিজস্ব কোনও প্রথা থাকে না। থাকে না একান্ত চন্দ্র-সূর্য। নদীর কাছ থেকে ঢেউ ধার নিয়ে, পাহাড়ের কাছ থেকে উচ্চতা ধার নিয়ে জমানো জ্যোতিঋণে সাজায় সংসার। যে সংসারে পুনর্জন্ম ঘটে কিছু বসন্তমুখর দিনের। কিছু বর্ষামুখর রাত নতুন করে শেখায় প্রার্থনার বিচিত্র রূপ।
×