ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহিদুল হক

ছোট কাগজ ॥ এবং মানুষ ‘বাবা সংখ্যা’

প্রকাশিত: ১২:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ছোট কাগজ ॥ এবং মানুষ ‘বাবা সংখ্যা’

এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন, রেজাউল করিম খোকন। তিনি তার প্রবন্ধে বাবাকে নিয়ে একটি চমৎকার লেখা উপহার দিয়েছেন। বাবাকে নিয়ে জোড়া কবিতা লিখেছেন, দুই প্রজন্মের দুই কবি মাহমুদ কামাল ও পিয়াস মজিদ। বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আত্মজৈবনিক গদ্য লিখেছেন, কথাসাহিত্যিক সালেহা চৌধুরী, ফরিদ আহমদ দুলাল, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আলম তালুকদার, ঝর্ণা রহমান, ইসহাক খান, বিলু কবীর, শিমুল মাহমুদ, আনোয়ার কামাল, হাসানআল আব্দুল্লাহ, তপন দেবনাথ, কমরুদ্দিন আহমদ, বীরেন মুখার্জী, রেজা নুর, মাসকাওয়াথ আহসান, জাকিয়া এস আরা, আউয়াল আনোয়ার, পীযূষ কান্তি বড়ুয়া, সঙ্গীতা ইমাম, সাদিয়া মাহ্জাবীন ইমাম, শাহরিয়ার সোহেল, নজরুল ইসলাম নঈম, আলী রেজা, বাসার তাসাউফ, প্রত্যয় হামিদ, অদ্বৈত মারুত, ফারুক সুমন, আবু আফজাল মোহা.সালেহ। বাবা সংখ্যায় গল্প লিখেছেন, এ সময়ের জনপ্রিয় গল্পকার চন্দন আনোয়ার, সোলায়মান সুমন ও আনোয়ার রশীদ সাগর। ভিন্ন স্বাদের তিনটি গল্পই বাবাকে নিয়ে। যা পাঠ করলে বাবার প্রতি আমাদের ভালবাসা আর মমত্ববোধকে অনেকটা বাড়িয়ে দেবে। এ সংখ্যায় বাবাকে নিয়ে নিবেদিত কবিতা লিখেছেন দেশ বরেণ্য কবি থেকে শুরু করে তরুণ একঝাঁক কবি। তাঁরা হলেন হোসেনউদ্দীন হোসেন, বাদল মেহেদী, মতিন বৈরাগী, কামাল চৌধুরী, বিমল গুহ, অনীক মাহমুদ, আলমগীর রেজা চৌধুরী, পদ্মনাভ আধিকারী, গোলাম কিবরিয়া পিনু, মজিদ মাহমুদ, তমিজ উদ্দীন লোদী, জাকির হোসেন কামাল, হাসনাত আমজাদ, তারিক-উল ইসলাম, বাবুল আনোয়ার, হাসান ওয়াহিদ, আমিনুল ইসলাম, আযাদ কালাম, জলিল আহমেদ, আল মাকসুদ, নূরুল হক, সোহেল মল্লিক, জাহাঙ্গীর আলম জাহান, তোফায়েল তফাজ্জল। নাজিব ওয়াদুদ, ইকবাল রাশেদীন, কামরুল বাহার আরিফ, যাকির সাইদ, মানিক বৈরাগী, জায়েদ হোসাইন লাকী, সালাম তাসির, মাসুম মুনাওয়ার, মুহম্মদ আশরাফুল ইসলাম, আহমেদ ইউসুফ, ইমরান পরশ, জান্নাতুল ফেরদৌস, আশরাফুর রহমান খান, রাশেদ রেহমান, ভোলা দেবনাথ, তামীম চৌধুরী, ডাঃ এম কে ঢালী, অনু ইসলাম, গাজী হাবীব, সাইয়্যিদ মঞ্জু, সুব্রত দাশ আপন, মো. আব্দুল মান্নান, রূপা মাহমুদ, শেখ আনোয়ার হোসেন রানা, সাহানা আক্তার বানু, মাহবুবা করিম, সৌরভ দুর্জয়, টিপু সুলতান। এ সংখ্যায় একমাত্র অনুগল্প লিখেছেন, ওপার বাংলার কবি, গল্পকার- দৌড় পত্রিকার সম্পাদক- মধুমঙ্গল বিশ্বাস। একটি ছোটকাগজের পরিপূর্ণতা নিয়ে এ সংখ্যাটি পাঠক সমাদৃত হয়েছে বলেই আমার বিশ্বাস। সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধায় আমরা আপ্লুত হই। অনেকের বাবা আজ না ফেরার দেশে, বাবার স্মৃতিময় অধ্যায়গুলো বুকে আঁকড়ে ধরে যারা প্রতিনিয়ত বাবার শূন্যতা অনুভব করেন, তাদের জন্য সংগ্রহে রাখার মতো একটি পত্রিকা। অত্যন্ত যত্ন নিয়ে পরিপাঠী করে সাজানো গোছানো, পরিচ্ছন্ন একটি কাগজ হিসেবে ‘এবং মানুষ’ ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। এক শ’ চুয়াল্লিশ পৃষ্ঠার পরিচ্ছন্ন পত্রিকাটির পাতায় পাতায় রয়েছে দেশবরেণ্য লেখক থেকে শুরু করে এ প্রজন্মের তরুণ লেখকদের বাবাকে নিয়ে স্মৃতিচারণ ও মূল্যায়ন। তারুণ্য নির্ভর ‘এবং মানুষ’র এ সংখ্যাটি প্রকাশ করায় পত্রিকার সম্পাদক আনোয়ার কামালসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবান দিতেই হবে। পত্রিকাটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা প্রত্যাশা করছি। ‘এবং মানুষ’ (সাহিত্য বিষয়ক ছোটকাগজ), সম্পাদক : আনোয়ার কামাল। বর্ষ ৪, সংখ্যা ১২ ডিসেম্বর ২০১৮, পৌষ ১৪২৫। মূল্য ৬০ টাকা। নামলিপি : নির্ঝর নৈঃশব্দ্য, প্রচ্ছদ : কাব্য কারিম
×