ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে সিইসির নির্দেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

উপজেলা নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে সিইসির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তাদের উদ্দেশে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর দায়বদ্ধ নন। বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ব্রিফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সিইসি আরও বলেন, ‘মনে রাখতে হবে আপনাদের দক্ষতার উপরে, পারদর্শিতার উপরে, নিরপেক্ষতার উপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি, কখনও কারও প্রতি কোন রকমের দুর্বলতা থাকবে না। কোন পক্ষপাতিত্ব থাকবে না। কারও প্রতি কোন রকমের দুর্বলতা, অনুরাগ, বিরাগ কোন কিছু থাকবে না। কেবল নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যতটুকু করা দরকার ততটুকু করতে হবে।’
×