ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশানে গৃহকর্মী ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

গুলশানে গৃহকর্মী ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুরের একটি বাড়িতে ষোড়শী গৃহকর্মীকে ধর্ষণ করার অভিযোগে গৃহকর্তা ইউসুফকে র‌্যাব ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গৃহকর্তা গৃহকর্মীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। বুধবার সকালে কালাচাঁদপুরের একটি বাসায় ঘটনাটি ঘটে। সকালে ওই গারো গৃহকর্মী কাজে গেলে গৃহকর্তা ইউসুফ (৪৫) তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে গৃহকর্ত্রী নিজেই কিশোরীকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গুলশান থানার পুলিশ জানায়, এ ঘটনায় ইউসুফকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে ঘটনার পর থেকেই খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার র‌্যাব-৩ এর একটি দল ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে মোঃ ইউসুফ আলীকে গ্রেফতার করে। তার পিতার নাম-মৃত আবদুল খালেক। বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন লক্ষীনারায়ণপুর গ্রামে। সে উত্তর বাড্ডার তেঁতুলতলার ৭ নম্বর লেনের ৬৮ নম্বর স্বপন মিয়ার ভাড়াটিয়া। র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, ইউসুফ বসুন্ধরা জিপি হাউজের আইটি টেকনিশিয়ান (মেকানিক) হিসেব দীর্ঘ ১৯ বছর কর্মরত। তার দুই স্ত্রী। দ্বিতীয় স্ত্রী একা থাকার কারণে তিনি ওই কিশোরীকে গৃহকর্মী হিসেবে নেন। ঘটনার দিন দ্বিতীয় স্ত্রী বাসায় না থাকার সুযোগে ইউসুফ ওই গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে স্বীকার করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনা ঘটলে ইউসুফ তার স্ত্রীকে খবর দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
×