ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ঝলক

‘মোদি শাড়ি’তে আলোড়ন বিয়ের কার্ড থেকে স্বর্ণ কিংবা রুপার অলঙ্কারে এতদিন দেখা যেত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখাবয়ব। কিন্তু এবার মোদি জ্বর দেশটিতে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, নারীদের শাড়িতেও দেখা যাচ্ছে মোদিকে। আপনি যদি সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের সুরাট সফরে যান, তাহলে সেখানে নারীদের শাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের ছাপ দেখতে পাবেন; আর এতে আশ্বর্যান্বিত হওয়ার কিছু নেই। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজছে, এর মাঝেই সুরাটের এক দোকানদার মোদি শাড়ি বাজারে এনেছেন। মোদির রাজ্য গুজরাটে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই শাড়ি। দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এই শাড়ি বাজারে আসার খবর। শাড়ি কেনার জন্য ওই দোকানের দিকে যেতে দেখা যাচ্ছে নারীদের। মোদির মুখাবয়বের ছাপের বেশ কয়েক ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে সুরাটে। দোকানদার রনক শাহ বলেন, ‘নতুন এই শাড়ি ডিজিটাল উপায়ে প্রিন্ট করা হয়েছে, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আমরা মোদিজীর একটি শাড়ি বাজারে এনেছি। এটি নারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।’ তিনি বলেন, আমরা তিন-চার ধরনের ‘মোদি শাড়ি’ এনেছি, যা এখন বিক্রি হচ্ছে। তবে আমরা আরও কিছু রাজনীতিক এবং নেতার নামে শাড়ি আনার পরিকল্পনা করছি। ফুলের ছাপের পাশে মোদির মুখ আঁকা কিংবা শুধু মোদির মুখাবয়ব রয়েছে এমন শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে সুরাটে। প্রত্যেক পিস শাড়ির দাম প্রায় এক হাজার রুপী। এক ক্রেতা বললেন, আমি ওই দোকানে গিয়ে প্রধানমন্ত্রী মোদির ছবিযুক্ত শাড়ি দেখেছি। আসলেই এটি আমার পছন্দ হয়েছে এবং আমি শাড়িটি কিনেছি। তার শাড়ি পরতে পারাটা গর্বের বিষয়। -মুম্বাই মিরর শিশুর বুদ্ধিমত্তা মা থেকে আসে আপনার স্মার্টনেসের জন্য আপনার মাকে ধন্যবাদ দেয়ার বৈজ্ঞানিক কারণ রয়েছে। মায়েরা, এখন থেকে আপনাদের সন্তানের সাফল্যে নিজেদের পিঠ চাপড়ানোর আরও একটি কারণ পাওয়া গেছে। এবং পুরুষরা, বুদ্ধিমান শিশু পেতে বুদ্ধিমান সঙ্গিনীর খোঁজ করুন। সম্প্রতি সাইকোলজি স্পটে প্রকাশিত গবেষণা অনুসারে, সাধারণত কোন শিশুর বুদ্ধিমত্তা আসে সবচেয়ে প্রিয় ব্যক্তি মায়ের কাছ থেকে। কমনসেন্স ধারণা দিচ্ছে যে, শিশুরা বুদ্ধিমত্তা পেয়ে থাকে মা-বাবা উভয় থেকেই। কিন্তু গবেষণার প্রতিবেদনে বলা হয়েছেÑকিছু জিন ভিন্নভাবে আচরণ করে, এটা নির্ভর করছে তারা মা নাকি বাবা থেকে এসেছে, তার ওপর ভিত্তি করে। বুদ্ধিমত্তা নির্ণায়ক জিনগুলোর অবস্থান ক্রোমোজোম এক্সে। যেহেতু নারীরা দুটি এক্স ক্রোমোজোম এবং পুরুষরা শুধু একটি এক্স ক্রোমোজোম বহন করে, তাই শিশুদের মায়ের কাছ থেকে বুদ্ধিমত্তা পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ। এছাড়া গবেষণার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাবার কাছ থেকে প্রাপ্ত বুদ্ধিমান জিনগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার এখনও বিশ্বাস হচ্ছে না? তাহলে কয়েক দশক পূর্বের প্রমাণে ফিরে যান। ১৯৯৪ সালে মেডিক্যাল রিসার্চ কাউন্সিল সোশ্যাল এ্যান্ড পাবলিক হেলথ সায়েন্স ইউনিটের গবেষকরা ১৪ থেকে ২২ বছর বয়সের ১২,৬৮৬ জনের ইন্টারভিউ নেন। ফলাফল? শিশুদের আইকিউ, জাতি, শিক্ষা ও আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়নের পর পাওয়া যায় যে, বুদ্ধিমত্তার সর্বোত্তম প্রেডিক্টর ছিল মায়ের আইকিউ। কেন স্মার্ট মায়েদের শিশুরা স্মার্ট হয়? এর পেছনে বৈজ্ঞানিক হাইপোথিসিস ছাড়াও অন্য একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে। যেহেতু মায়েরা প্রায়সময় প্রাথমিক সেবাদাতার ভূমিকায় থাকে, তাই তারা গুরুত্বপূর্ণ মস্তিষ্ক বিকাশের সময়টাতে শিশুদের পরিবেশের প্রাথমিক স্থপতিও। গবেষণা বলছে, বেশি বয়সের মায়েরা তুলনামূলক ভাল মা। কিন্তু বাবার ভূমিকাকেও অবহেলা করার কিছু নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ বুদ্ধিমত্তা বংশগত ও অন্যান্য পরিবেশগত ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ অবদান রাখে। -রিডার্স ডাইজেস্ট
×