ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির জন্য বিএনপিকে আইনী প্রক্রিয়ায় এগোতে হবে ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:২১, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

খালেদার মুক্তির জন্য বিএনপিকে আইনী প্রক্রিয়ায় এগোতে হবে ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী নয়, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে তিনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতি মামলায় দ-িত খালেদা জিয়ার মুক্তির জন্য যেভাবে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, তা ‘সমীচীন হয়নি’ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী আর বিএনপির সঙ্গে জোটে থাকছে না বলে যে খবর একটি সংবাদপত্রে এসেছে, তা ‘সমাজে বাধাপ্রাপ্ত প্রেমিক-প্রেমিকার কৌশল’ কি না- সেই প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী। সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদকের এমন মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বা কোন বন্দীকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এ এখতিয়ার আদালতের। রিজভী বারবার একই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছেন, আইন আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন, যা সমীচীন নয়; যা দেশের আইনের শাসনকে, আইন-আদালতকে প্রকৃতপক্ষে আন্ডারমাইন করা হচ্ছে। তার কথায় মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতির দায়িত্বও পালন করতে হবে।
×