ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই পাজেরোটি অবশেষে দুদকে জমা দিল বিউবো

প্রকাশিত: ১১:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

সেই পাজেরোটি অবশেষে দুদকে জমা দিল বিউবো

স্টাফ রিপোর্টার ॥ অবসরপ্রাপ্ত সহকারী হিসাবরক্ষক ও সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর ব্যবহৃত একটি পাজেরো গাড়ি নিজ উদ্যোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে বিদ্যুত উন্নয়ন র্বোড। জহিরুল ইসলাম চৌধুরী প্রায় ১০ বছর ধরে এই গাড়িটি ব্যবহার করে আসছিলেন। মঙ্গলবার এই গাড়িটি দুদকের কাছে জমা দেয় বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সোমবার অবৈধভাবে ব্যবহারিত বিলাসবহুল গাড়ি দুদক জব্দ করে যা অবসরপ্রাপ্ত স্টেনো টাইপিস্ট ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার অবসরে যাওয়ার পরও ব্যবহার করে আসছিলেন। দুদক সূত্র জানায়, মঙ্গলবার সকালে পিডিবি কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সিলেট মেট্রো-ঘ-০২-০০৩৩ পাজারো গাড়িটি দুদকের প্রধান কার্যালয়ে জমা দিয়ে যান। এ সময় গাড়ির চালক ফিরোজ গাড়িটি চালিয়ে দুদকে আসেন। দুদক জানায়, যথারীতি তেল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করছে পিডিবি।
×