ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মাদক ও অস্ত্র মামলার তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের আইজি ও সকল এসপিকে এ আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে মাদক ও অস্ত্র মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। নরওয়ে প্রবাসী ড. নুরুল ইসলাম শেখকে মাদক মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়ে মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে ওই প্রবাসীকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার কারণে গাজীপুরের জয়দেবপুর থানার এসআই মোঃ আব্দুল হালিমকে ওই থানা থেকে দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহারের জন্য গাজীপুরের এসপিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই এসআইকে ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ের বিষয়ে সতর্ক করেছে আদালত।
×