ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জনগণ অন্ধকারের শক্তিকে প্রত্যাখ্যান করেছে

প্রকাশিত: ১১:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচনে জনগণ অন্ধকারের শক্তিকে প্রত্যাখ্যান করেছে

সংসদ রিপোর্টার ॥ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দলের সংসদ সদস্যরা বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণ অন্ধকারের শক্তিকে প্রত্যাখ্যান করে আলোর পথের যাত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই গণরায় দিয়েছে। বিএনপির বর্তমান ড. কামাল হোসেন নিজেকে সংবিধান প্রণেতা দাবি করলেও কীভাবে তাদের নির্বাচিত এমপিদের শপথ নিতে বারণ করেন? এই কথা বলা তো সাংবিধানিক অপরাধ। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, সরকারী দলের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, মেজর (অব.) আবদুল মান্নান, বিরোধী দল জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বিপন্ন, দুর্দশাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটি দেশকে কীভাবে স্বল্পতম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-সমৃদ্ধির মহাসড়কে নিয়ে এলেন সেটাই আজ বিশ্ব নেতাদের কাছে বিস্ময়। পাকিস্তানী স্টাইলে চলা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। কিছু জ্ঞানপাপী আছে তারা কোন উন্নয়নই দেখেন না। কিন্তু তারা একবারও বলেন না যে, কীভাবে আকুণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তি একটি দলের প্রধান হন? দ-িত পলাতক আসামি কীভাবে দলের প্রধান হন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রমাণিত হয়েছে কীভাবে খালেদা জিয়া-তারেক রহমানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য কী ভয়াবহ ষড়যন্ত্র করেছিলেন। নির্বাচন প্রতিহতের নামে বিএনপি-জামায়াত জোট পেট্রোল বোমা মেরে গোটা বাংলাদেশকেই বার্ন ইউনিটে পরিণত করেছিলেন। তিনি বলেন, এক শিবিরের নেত্রী (খালেদা জিয়া) দুর্নীতির দায়ে দ-িত হয়ে কারাগারে, আরেক শিবিরের নেত্রী (শেখ হাসিনা) সারাবিশ্বে সৎ নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন। এক নেত্রীর পুত্র দুর্নীতির দায়ে দ-িত হয়েছে বিদেশে পলাতক, আরেক নেত্রীর পুত্র তথ্যপ্রযুক্তিবিদ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল উদ্যোক্তা। দেশের মানুষ এসব বিবেচনা করেই নির্বাচনে ভোট দিয়েছে। উন্নয়ন-অগ্রগতি, সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের চেতনা ও শান্তির পক্ষেই শেখ হাসিনার পক্ষে গণরায় দিয়েছেন দেশের জনগণ। তিনি বলেন, খালেদা জিয়া তাঁর স্বামী হত্যার বিচার করেননি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধীদের মামলা সাহসী ও দৃঢ়তার সঙ্গে সম্পন্ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। গোটা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ একাদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে বলেন, ৯৩ দিন ধরে দেশকে অবরুদ্ধ করে খালেদা জিয়ার শত শত মানুষকে পুড়িয়ে হত্যার ভয়াল করা দেশবাসী ভুলে যায়নি। নির্বাচনে তারই প্রভাব পড়েছে। বিএনপি নেতা ড. কামাল হোসেন জনগণ থেকে প্রত্যাখ্যাত। অন্যদিকে বিএনপির মনোনয়ন বাণিজ্যও দেশের মানুষ মেনে নেয়নি। ড. কামাল হোসেন সংবিধানের প্রণেতা হয়ে কীভাবে বলেন শপথ নেবেন না? এটা বলাই তো সংবিধানিক অপরাধ। তাই বিএনপিকে বলব, আন্দোলন মোবাইল দিয়ে হয় না। রাস্তায় নেমে পুলিশের বাড়ি না খেলে আন্দোলন হয় না। আর বিএনপি কীভাবে মাঠে নামবে? তাদের সামনে কোন দাবি বা ইস্যুই নেই। জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, স্বাধীনতার পর পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলেছে। ওই সময় বঙ্গবন্ধু সেনাবাহিনীর সদস্যদের বেতন বাড়ানোর নির্দেশের ফাইল জিয়াউর রহমানের টেবিলে থাকলেও তিনি তা বাস্তবায়ন করেননি। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যেও কৌশলে বিভেদ সৃষ্টি করে বঙ্গবন্ধুর হত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়। তিনি বলেন, জিয়াউর রহমান হত্যার পর সামরিক বাহিনীতে যে বিপুল রক্তপাতের আশঙ্কা তৈরি হয়েছিল, জেনারেল এরশাদ দক্ষ হাতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা ছাড়া দুটোই ছিল রক্তপাতহীন। এ নজির দেশে আর একটিও নেই। তাই সবাইকে বলব আমাদের স্বৈরাচার বলবেন না। সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়ে বলেন, এটি সকল সংসদ সদস্যদের অভিন্ন দাবি। অতি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। হেলথ সিকিউরিটি স্ক্রিম চালু করা হলে সারাদেশের গরিব মানুষরা উপকৃত হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত আজ বাংলাদেশ। নি¤œ আয়ের দেশের গ-ি পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।
×