ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থাই কারাগার থেকে মুক্তি পেলেন শরণার্থী ফুটবলার আরাবি

প্রকাশিত: ২৩:২৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

থাই কারাগার থেকে মুক্তি পেলেন শরণার্থী ফুটবলার আরাবি

অনলাইন ডেস্ক ॥ থাইল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেয়েছেন শরণার্থী ফুটবলার হাকিম আল আরাবি। গতকাল সোমবার তাকে মুক্তি দেয়া হয়েছে। খবর গোল ডটকম’র। কারাগার থেকে মুক্তি পেয়ে আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিরেছেন তিনি। তার নিজ দেশ বাহরাইনের অনুরোধে প্রত্যার্পণের জন্য দুই মাস তাকে কারাগারে আটকে রেখেছিল থাই কর্তৃপক্ষ। সরকারের নির্যাতনের মুখে ২০১৪ সালে বাহরাইন থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন আরাবি। ২০১১ সালের আরব বসন্তে সমর্থনের অভিযোগে তাকে কারাদণ্ড দিয়েছিল বাহরাইনের আদালত। নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। থাই এয়ারওয়েজের ফ্লাইটে মেলবোর্নে নামার পর তিনি বলেন, অস্ট্রেলিয়া হচ্ছে আমার দেশ। যদিও আমি এখনো নাগারিকত্ব পাইনি। কিন্তু এটিই আমার দেশ। অস্ট্রেলিয়াকে আমি ভালোবাসি। বিমান থেকে নামার পর কয়েক হাজার সমর্থক বিমানবন্দরে এসে তাকে করতালি ও আলিঙ্গন করে স্বাগত জানিয়েছেন। এসময় তার গায়ে নিজ ফুটবল ক্লাব প্যাসকো ভ্যালির টি-শার্ট ছিল। এই আধা-পেশাদারি ক্লাবের হয়েই মেলবোর্নে ফুটবল খেলছেন আরাবি।
×