ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিমের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৃণমূলে যাচ্ছে মনিটরিং টিম

প্রকাশিত: ১১:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৃণমূলে যাচ্ছে মনিটরিং টিম

শংকর কুমার দে ॥ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে জেলায়, থানাসহ পুলিশের বিভিন্ন ইউনিটে গোপনে মনিটরিং টিম পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ বাহিনীর সদস্যদের ঘুষ, অনিয়ম, দুর্নীতি, দুর্ব্যবহার রোধকল্পে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে এর উদ্দেশ্য। একই সঙ্গে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য নজরদারি করবে পুলিশের মনিটরিং টিম। সারাদেশের জেলা, থানায় অভিযোগ পেলে পুলিশের মনিটরিং টিমগুলো গোপনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনসহ সুপারিশ করবে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী অভিযানে ব্যাপক জনসমর্থন এবং সাফল্য অর্জন করেছে বলে মনে করে সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে চলেছেন নবগঠিত সরকারের মন্ত্রীরা। এরই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর সদস্যের নিজেদের ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অন্যায়, দুর্ব্যবহার রোধ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও সন্ত্রাস, জঙ্গী, মাদকবিরোধী চলমান অভিযানের পাশাপাশি মানবাধিকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ বলে পুলিশ সদর দফতরের দাবি।
×