ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুিব্রকেন্টস

প্রকাশিত: ০৯:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৯

লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুিব্রকেন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য ইস্টার্ন লুব্রিকেন্টস ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই লভ্যাংশ ব্যাংক এ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর যাদের ব্যাংকের মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি, তাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ২৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪১ টাকা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬৯ টাকা ৩১ পয়সা। যা আগের বছরের একই সময় ছিল ১৪৩ টাকা ০৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×