ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পাওয়ার জেনারেশন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, আহত ১৫

প্রকাশিত: ১৩:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 রূপগঞ্জে পাওয়ার জেনারেশন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল পাওয়ার জেনারেশন প্রকল্প (ইনডেক্স গ্রুপ) নামে একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার হাটাবো আতলাশপুর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কোম্পানি প্রজক্ট সুপারভাইজার ফরিদ ভুইয়া বাবু জানান, ৫ মাস আগে হাটাবো আতলাশপুর এলাকায় পূর্বাচল পাওয়ার জেনারেশন প্রকল্প (ইনডেক্স গ্রুপ) নামে একটি প্রতিষ্ঠানের কাজ শুরু করা হয়। কাজ শুরুর পর থেকেই একই এলাকার বাবুল, রাহুল, হিরা, আলমগীর, শরীফ, রাজীব, আরিফ, জুয়েল কাজে বাধা প্রদান করে। রবিবার দুপুরে বাবুল, রাহুল, হিরা, আলমগীর, শরীফ, রাজীব, আরিফ, জুয়েলসহ অজ্ঞাত ৬০/৭০জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পাওয়ার জেনারেশন প্রকল্পের ভেতরে প্রবেশ করে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা কোম্পানির প্রকল্পের মূল গেট ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাদের পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তারা প্রকল্পের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মাল ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসী হামলায় কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আব্বাস উদ্দিন, ফোরম্যান হানিফ, মাটিকাটা শ্রমিক কুদরত, হানিফ, সালাম, শফিকুলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
×