ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ম যার যার উৎসব সবার ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ১০:১২, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ধর্ম যার যার উৎসব সবার ॥ প্রধান  বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসবে সবার মঙ্গল কামনা করছি। আজ আমরা এই উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রীমকোর্ট বারে এ অনুষ্ঠান অনেক আগে থেকেই পালন হয়ে আসছে। আমি প্রায় প্রতিবারই এসেছি। কোনবারই মনে হয় মিস হয়নি। ভবিষ্যতেও আসব। সবার মঙ্গল কামনা করছি।’ রবিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তৃতা করেন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট ষষ্ঠী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি শশাঙ্ক শেখর সরকারসহ হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীরা। অনুষ্ঠানে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ‘ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে বলেন, ‘আজ সবাই এই আনন্দে মেতে উঠুক। যে যে ধর্মই পালন করি না কেন এই উৎসবে সবাই সংযুক্ত হয়ে একাকার হয়ে যাক- এই কামনা করছি। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি সবসময় ধর্মীয় গোড়ামির উর্ধে। আমরা মনে করি এই বাংলাদেশ সবার, এই সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতিও সকলের। তাই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা চাই সুপ্রীমকোর্ট সব চিন্তার আধার হোক। এখানে সকল ধর্ম পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়। শনিবার রাতে প্রতিমা স্থাপনের পর রবিবার সকাল সাড়ে ৮ থেকে পূজা শুরু হয়। পরে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যা দেবীর চরণে অঞ্জলি দেন পূজারীরা। এরপর চলে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
×