ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এরশাদ যেভাবে সংসদ অধিবেশনে যোগ দিলেন

প্রকাশিত: ১০:১১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 এরশাদ যেভাবে সংসদ অধিবেশনে যোগ  দিলেন

সংসদ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদে প্রথম বিরোধী দলের নেতার আসনে বসলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে রবিবার বিকেল চারটা ৫৩ মিনিটে তিনি দুইজনের সহায়তায় অধিবেশন কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসে ১৫ মিনিট অবস্থান শেষে চলে যান। এর আগে বিকেলে সাবেক এই রাষ্ট্রপতি হুইলচেয়ারে বসে সংসদে বিরোধীদলীয় নেতার অফিসে যান, পরে সেখান থেকে হুইলচেয়ারে বসেই সংসদ লবিতে যান সাবেক এই রাষ্ট্রপতি। পরে সেখান থেকে বিরোধীদলীয় উপনেতা ও তার ছোট ভাই জিএম কাদের এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে অধিবেশন কক্ষে নিয়ে এসে বিরোধী দলের নেতার আসনে বসান। বিরোধী দলের নেতা যখন সংসদে প্রবেশ করেন তখন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। সংসদ অধিবেশনে প্রবেশ করেই বিরোধী দলীয় নেতা উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে হাত তুলে সালাম জানান। পরে সংসদ উপনেতার চেয়ারে বসা সৈয়দা সাজেদা চৌধুরীসহ অন্য নেতারা হাত নেড়ে তার সালামের জবাব দিতে দেখা যায়। সংসদ অধিবেশনে বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ স্যুট-টাই পরে প্রবেশ করেন। একাদশ জাতীয় সংসদ গঠনের পর প্রথম অধিবেশন যোগ দিলেন তিনি। এর আগে অসুস্থ’তার কারণে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ৩ জানুয়ারি অনুষ্ঠিত শপথ নিতে পারেননি জাতীয় পার্টির এই প্রধান। পরে সংসদে স্পীকারের কার্যালয়ে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এরশাদ। তবে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ রবিবার সংসদে যাননি। এরশাদের বাম পাশের আসনটিতেই রওশন বসেন। এরশাদ যতক্ষণ অধিবেশন কক্ষে ছিলেন ততক্ষণই রওশনের চেয়ারে বসে এরশাদের সঙ্গে কথা বলেন জিএম কাদের। এ সময় এরশাদকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। পুরো অধিবেশন কক্ষের দিকে তাকিয়ে এবারের সংসদে কে কোথায় বসেছেন তা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখা যায় এরশাদকে। এর ফাঁকে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এসে একবার এরশাদের পাশে বসে তার কুশল জানতে চান। ১৫ মিনিট অবস্থানের পর আবারও হুইল চেয়ারে করে লিফটে গিয়ে গাড়িতে ওঠেন এরশাদ। অধিবেশন কক্ষ থেকে শুরু করে গাড়িতে ওঠা পর্যন্ত পেছন থেকে হুইল চেয়ার ঠেলে নিয়ে যান মশিউর রহমান রাঙ্গা। জিএম কাদের, সৈয়দ আবু হোসেন বাবলা, নাসরিন জাহান রত্না, মাসুদ উদ্দিন চৌধুরী, পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ জাপার এমপিরা এ সময় এরশাদের সঙ্গে ছিলেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নিজ এলাকা রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হন। গত ৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসা শেষে তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।
×