ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শূটিংস্পটে দুর্ঘটনা ॥ ফেরদৌস ও পূর্ণিমা আহত

প্রকাশিত: ১০:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৯

  শূটিংস্পটে দুর্ঘটনা ॥  ফেরদৌস ও পূর্ণিমা  আহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১০ ফেব্রুয়ারি ॥ কোম্পানীগঞ্জে শূটিং স্পটে চিত্র নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নে গাংচিল উপন্যাস অবলম্বনে নির্র্মিত গাংচিল সিনেমার শূটিং স্পটে নায়িকা পূর্ণিমা মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। অভিনেতা ফেরদৌস জানান, সিনেমার চরিত্রের একটি অংশে চিত্রনায়িকা পূর্ণিমা এনজিও কর্মীর চরিত্রে এবং আমি সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রের একটি অংশে, পূর্ণিমার মোটরসাইকেলের পেছনে বসে আমি এলাকা ঘুরে দেখার দৃশ্য ধারণ করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আমাদের শরীরে চাপা দেয়। তিনি আরও জানান,পরবর্তীতে শুটিং ইউনিটের সদস্যরা আমাদের উদ্ধার করে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে জুনিয়র কনসালটেন্ট ডাঃ আ.ফ.ম আবদুল হক জানান, নায়ক ফেরদৌস ডান পায়ের গোড়ালির ওপরে মাংসে আঘাত পান। নায়িকা পূর্ণিমা ডান হাতের সোল্ডারে এবং কনুতে হাল্কা ব্যথা পায়। বর্তমানে তারা আশঙ্কা মুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। কয়েকদিন বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে বলে তিনি জানান। গাজীপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটরবাইক আরোহী নিহত ॥ গাজীপুর ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাজীপুর ও নরসিংদীর স্টাফ রিপোর্টার এ খবর পাঠিয়েছে। গাজীপুর ॥ গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজের তিন ছাত্র রবিবার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ ঘাতক বাসটি আটক করেছে। নিহতরা হলোÑ কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকার আয়েশ মার্কেট এলাকার শামসুল ইসলামের ছেলে রাজা বাবু (২১), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জনি (২১) এবং মৃত ডাঃ মোতাহার হোসেনের ছেলে মোঃ মাহফুজ (২০)। নিহতরা সবাই মৌচাক এলাকার অধ্যাপক শাহজাহান আলী কলেজের শিক্ষার্থী ছিল। এদের মধ্যে জনি ও মাহফুজ গত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং রাজা বাবু এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। নরসিংদী ॥ মালবাহী লরির চাপায় রক্সি (২৬) ও রাব্বি (২৫) নামে ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাবুরহাট এলাকায় রবিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
×