ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ঢাকা উত্তরেও শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয় প্রয়োজন’

প্রকাশিত: ০৯:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০১৯

  ‘ঢাকা উত্তরেও  শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয় প্রয়োজন’

স্টফ রিপোর্টার ॥ যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ঢাকা উত্তর সিটি নির্বাচন শুধু একজন ব্যক্তির নির্বাচন নয় বা একটি এলাকার নির্বাচন নয়; এটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে দর্শন জনগণের ক্ষমতায়ন এবং উন্নয়ন অভিযাত্রার পক্ষে একটি ম্যান্ডেট। ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশের জনগণ উন্নয়ন এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে রায় দিয়েছে। সেই ধারা অব্যাহতভাবে এগিয়ে নেয়ার জন্য ঢাকা উত্তরেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় প্রয়োজন। রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে মতবিনিময় সভায় তিনি বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ এলাকা। একদিকে যেমন দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা এ এলাকায় বসবাস করেন অন্যদিকে হতদরিদ্র বস্তিবাসীও বাস করেন। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে, ২০৪১ সালের মধ্যে বৈষম্য ও দারিদ্র্য দূর করে আধুনিক উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা হবে। সেই অঙ্গীকার পূরণের জন্য ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থীর জয় পাওয়া অনিবার্য। মনে রাখা দরকার, আতিকুল ইসলাম কোন ব্যক্তি নন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যাকে মনোনয়ন দেন, তিনিই তার চিন্তচেতনা এবং দর্শনের ধারক-বাহক। তার মাধ্যমেই ওই এলাকায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্নযাত্রার বাস্তবায়ন ঘটে। এই নির্বাচন একদিকে যেমন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মূল চেতনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে তারুণ্যের অঙ্গীকার বাস্তবায়নের জন্যও গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২১টি অঙ্গীকার করা হয়েছে। তার মধ্যে একটা বড় অঙ্গীকার হলো দারিদ্র্য নির্মূল। আমরা জানি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনেক বস্তি রয়েছে, অনেক দরিদ্র্য মানুষ রয়েছে। এই দরিদ্র বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন করা আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, ২০২১ সালের মধ্যে তিনি দারিদ্র্যের হার পাঁচ শতাংশে নামিয়ে আনবেন। এটা তার নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এটা করতে গেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিশেষ উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পথনির্দেশনা এবং তার পরামর্শ ছাড়া এই দারিদ্র্য বিমোচন অসম্ভব ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছেন। তাকে যদি আমরা নির্বাচিত করতে পারি তবে তিনিই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
×