ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে দাবানল আরও ছড়িয়ে পড়েছে

প্রকাশিত: ০৮:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 নিউজিল্যান্ডে দাবানল আরও ছড়িয়ে পড়েছে

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়া কয়েকটি দাবানলের কারণে কয়েক হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রবল বাতাসের কারণে রবিবার দাবানল আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর ফলে সংলগ্ন এলাকাগুলোর আরও অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালাচ্ছেন। খবর ওয়েবসাইট। নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানিয়েছে, পিজিয়ন ভ্যালির দাবানল দুই হাজার ৩০০ হেক্টরজুড়ে ছড়িয়ে পড়েছে যার পরিধি ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে। এ পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়নি এবং মাত্র একটি বাড়ি ধ্বংস হয়েছে। রবিবার ভোরে ১৫৫ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ২৩টি হেলিকপ্টার ও তিনটি বিমান ওপর থেকে তাদের সাহায্য করছে বলে জানিয়েছে সংস্থাটি। নিউজিল্যান্ডের ইতিহাসে হেলিকপ্টার ও বিমানযোগে দাবানল নিয়ন্ত্রণের এটিই সবচেয়ে বড় উদ্যোগ বলে জানিয়েছে তারা।
×