ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ত্রাণ সরবরাহ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে। রাশিয়া এ প্রেক্ষিতে একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। - খবর এএফপির। কূটনীতিকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের ওপর তারিখ নির্ধারিত হয়নি এবং আলোচনা অব্যাহত রয়েছে। কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসনের প্রতি সমর্থনের অংশ হিসেবে রাশিয়া প্রস্তাবটি ঠেকানোর জন্য এর ভেটো ক্ষমতা ব্যবহার করবে বলে সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের মূল কপিতে ভেনিজুয়েলায় একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল এসেম্বলির প্রতি সম্পূর্ণ সমর্থন প্রদানের কথা প্রকাশ করা হয়েছে। আইন পরিষদের চেয়ারম্যান জুয়াইন গুয়াইদো মাদুরোর প্রশাসনকে চ্যালেঞ্জ করে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। খসড়া প্রস্তাবটিতে জোর দিয়ে গভীর উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ভেনিজুয়েলীয় নিরাপত্তা বাহিনী নিরস্ত্র, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করবে। প্রস্তাবে ভেনিজুয়েলীয় শাসনতন্ত্র অনুসারে, আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকসহ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে একটি রাজনৈতিক প্রক্রিয়া অবিলম্বে শুরু করার জন্যও আহ্বান জানানো হয়। প্রস্তাবের মূল পাঠে এমন নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি তার ক্ষমতা ব্যবহারের জন্যও অনুরোধ জানানো হয়। ভেনিজুয়েলার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাতে চলে না যায় সে লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর এবং দেশটিতে ত্রাণ সরবরাহ প্রবেশে সুযোগ সৃষ্টির জন্যও প্রস্তাবে গুরুত্বারোপ করা হয়। কূটনীতিকরা বলেছেন, মস্কো শুক্রবার আমেরিকার প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প সমাধানের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ভেনিজুয়েলার আঞ্চলিক সংহতি ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রুশ খসড়ায় ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চেষ্টার সমালোচনাও করা হয়েছে। প্রস্তাবে ভেনিজুয়েলায় এ অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয় এবং একটি জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য যথাযথ ও সার্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেনিজুয়েলীয়দের মধ্যে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছবার লক্ষ্যে সকল উদ্যোগের প্রতি সমর্থন প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র পাঠানো মানবিক ত্রাণ সম্প্রতি ভেনিজুয়েলা সংলগ্ন কলম্বিয়া শহর কুকুতায় এসে পৌঁছেছে। কিন্তু মাদুরো খাদ্য সামগ্রী বোঝাই জাহাজগুলো ভেনিজুয়েলায় প্রবেশে বাধা দিয়েছেন। গুয়াইদো শুক্রবার বলেছেন, তিনি মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে মার্কিন সামরিক হস্তক্ষেপের অনুমতিসহ যে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এবং মানবিক সঙ্কট মোচনে প্রস্তুত রয়েছেন।
×