ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে স্বপ্ন পূরণ

প্রকাশিত: ১১:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৯

অবশেষে স্বপ্ন পূরণ

মার্কিন বালিকা আবিগেইল আরিয়াস। একটু বোঝা শেখার পর থেকেই একজন দোর্দ- প্রতাপশালী পুলিশ কর্মকর্তা হওয়ার ইচ্ছা তার। কিন্তু বিধি বাম। হঠাৎ মেয়েটির শরীরে ক্যান্সার ধরা পড়ে। তার ক্যান্সারের টিউমারটি শুরু হয়েছে কিডনি থেকে। গত ডিসেম্বরে আবিগেইল আরিয়াসের পরিবার খবরটি টেক্সাসের ফ্রিপোর্ট এলাকার পুলিশ প্রধান রে গেরিভেকে জানায়। এরপর রে গেরিভের সঙ্গে আবিগেইল আরিয়াসের সাক্ষাত হয়। এক পর্যায়ে রে গেরিভের সঙ্গে মেয়েটির বন্ধুত্ব গড়ে ওঠে। এ সময় আরিয়াস তার মনের কথা ওই পুলিশ কর্মকর্তাকে খুলে বলে। মেয়েটি রে গেরিভকে জানায়, আমি পুলিশ কর্মকর্তা হয়ে খারাপ লোকদের শাস্তি দিতে চেয়েছিলাম। কারণ খারাপ লোকেরা সমাজের জন্য ক্ষতিকর। অবশেষে মেয়েটির এই স্বপ্ন পূরণ হয়েছে। রে গেরিভ চলতি সপ্তাহে অল্প সময়ের জন্য মেয়েটিকে পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ হতে সহায়তা করেছেন। আরিয়াসের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করা হয়। পুলিশের পোশাক পরার পর মেয়েটির মুখ হাসিতে ভরে ওঠে। এ সময় স্থানীয় পুলিশের অন্য কর্মকর্তার পাশাপাশি আরিয়াসের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।- সিএনএন অবলম্বনে।
×